রোহিঙ্গা ইস্যুতে সরব শান্তিতে নোবেল জয়ীরা
৩০ ডিসেম্বর ২০১৬অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ অক্টোবর থেকে ৫০ হাজার রোহিঙ্গা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসছে৷ তাদের ফেরত নেয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেয়া হয়েছে৷
জাতিসংঘে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, হোসে রামোস-হরতা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, মেইরিড মাগুইর, বেটি উইলিয়ামস, অসকার অ্যারিয়াস, জোডি উইলিয়ামস, শিরিন এবাদী, তাওয়াক্কল কারমান, লেইমাহ বোয়ি, মালালা ইউসুফজাই, চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ী স্যার রিচার্ড জে. রবার্টস, এলিজাবেথ ব্ল্যাকবার্ন৷
স্বাক্ষরকারীদের মধ্যে আরো রয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনো, চলচ্চিত্র পরিচালক রিচার্ড কার্টিস, নারী অধিকার প্রবক্তা আলা মুরাবিত, দ্য হাফিংটন পোস্ট-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক অ্যারিয়ানা হাফিংটন, ব্যবসায়ী নেতা ও সমাজসেবী স্যার রিচার্ড ব্র্যানসন, পল পোলম্যান, মো. ইব্রাহিম, জোকেন জাইটজ ও মানবাধিকারকর্মী কেরি কেনেডি৷
জাতিসংঘে পাঠানো চিঠিতে তাঁরা বলেছেন, ‘‘জাতিগত নিধন ও মানবতার বিরুদ্ধে অপরাধতুল্য একটি মানবিক বিপর্যয় ঘটেছে মিয়ানমারে৷ গত দুই মাস ধরে রাখাইন প্রদেশে যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে, তাতে শত শত রোহিঙ্গা হত্যার শিকার হচ্ছে৷ এতে ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা ঘরবাড়ি হারিয়েছেন৷ তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, বেসামরিক লোকজনকে নির্বিচারে আটক করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে৷’’
মানবিক সাহায্য সংস্থাগুলোকে সেখানে প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়৷ এর ফলে আগে থেকেই চরম দরিদ্রদের এই এলাকাটিতে মানবিক সংকট ভয়াবহ হয়ে উঠেছে৷ হাজার হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঘটনাটিকে গণহত্যাতুল্য বলে উদ্বেগ প্রকাশ করেছেন৷ নিকট অতীতের রুয়ান্ডা, দারফুর, বসনিয়া ও কসোভোয় সংঘটিত গণহত্যার সব বৈশিষ্ট্য এখানে দৃশ্যমান৷
এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের পরারাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্টকে তলব করে জানানো হয়, ‘‘রাখাইন রাজ্যে গত ৯ অক্টেবর থেকে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ণের ঘটনায় মিয়ানমারের ৫০ হাজার রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে পালিয়ে এসেছে৷ তাদের অবশ্যই ফেরৎ নিতে হবে৷’’
পররাষ্ট্র সচিব শহীদুল হক সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, ‘‘আং সান সু চি রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে একজন বিশেষ দূত পাঠাচ্ছেন বাংলাদেশে৷ রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য এ দূত পাঠাচ্ছেন সু চি৷’’
দ্য রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিচার্স ইউনিট (রামরু)-এর সমন্বয়ক অধ্যাপক সি আর আবরার ডয়চে ভেলেকে বলেন, ‘‘শান্তিতে নোবেলজয়ী ১৩ জনসহ বিশ্বের অন্যান্য বিশিষ্ট ব্যক্তির এই আবেদন রোহিঙ্গা সমস্যা সমাধানে কিছুটা হলেও প্রভাব ফেলবে৷ রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন নতুন নয়৷ মিয়ানমারে তারা হত্যা, নির্যাতন এবং ধর্ষণের শিকার হচ্ছেন৷ তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে৷ আগে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক অবরোধ ও নিষেধাজ্ঞা ছিল৷ পরে পর্যায়ক্রমে তা তুলে নেয়া হয়৷ আমি মনে করি, এই সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে মিয়ানমারের ওপর আবারো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অবরোধ আরোপ করা উচিত৷’’
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ সরকার বলেছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে হবে মিয়ানমারকে৷ এটা বাংলাদেশের যৌক্তিক দাবি, কারণ, বাংলাদেশ মনে করে, এরা বাংলাদেশের নাগরিক নয়৷ তবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি হতে হবে সম্মানজনক৷ কোনোভাবেই তাদের যেন নতুন করে বিপদের মুখে ঠেলে দেয়া না হয়৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখভালের দায়িত্ব নেয়া৷’’
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷