1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার অবস্থান

২৩ নভেম্বর ২০১৬

শনিবার থেকে মিয়ানমার ও ফিলিপাইন্সে একটি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে৷ সেখানে অংশ নিচ্ছে মালয়েশিয়া৷ তবে রোহিঙ্গা ইস্যুর কারণে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের চিন্তা করছে দেশটি৷

https://p.dw.com/p/2T6c7
ছবি: Reuters/M.P.Hossain

সম্প্রতি মালয়েশিয়ার এক মুসলিম ধর্মীয় নেতা এমন আহ্বান জানান৷ এরপর গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী খায়রি জামালউদ্দিন৷ বুধবার টুইটারে ঐ ধর্মীয় নেতার আহ্বান সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে তিনি লিখেন, ‘‘গত সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে আমি বিষয়টি আলোচনার জন্য উঠিয়েছিলাম৷ এই সপ্তাহে আবারও বিষয়টি তুলবো৷'' শুক্রবার এই বৈঠক হওয়ার কথা৷

আসিয়ান ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার থেকে ‘সুজুকি কাপ' প্রতিযোগিতা শুরু হয়েছে৷ আজ বুধবার মিয়ানমারের ইয়াঙ্গুনে ভিয়েতনামের সঙ্গে মালয়েশিয়ার খেলা রয়েছে৷ আর শনিবার একই স্থানে মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়ার খেলা হওয়ার কথা৷

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত থেকে বাঁচতে শত শত রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে৷ গতমাসের ৯ তারিখ রোহিঙ্গাদের একটি বিদ্রোহী গোষ্ঠী (যাদের মিয়ানমার সরকার বিদেশে ইসলামি জঙ্গিদের সঙ্গে জড়িত বলে মনে করে) দেশটির কয়েকটি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়৷ এরপর রাখাইন রাজ্যের মাউংদাও এলাকায় মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করে৷ এতে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ গৃহহীন হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ৷ এছাড়া মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে সংখ্যালঘু নারীদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে৷

উদ্ভুত পরিস্থিতি দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি'র জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে৷ কারণ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার করে গত বছর নির্বাচনে জিতে দেশটির ক্ষমতায় গিয়েছিলেন সু চি৷

রোহিঙ্গা ছাড়া দেশটির উত্তরপূর্বের শান রাজ্যে চারটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে৷ এই পরিস্থিতি থেকে বাঁচতে পালিয়ে যাওয়া প্রায় তিন হাজার জনকে আশ্রয় দিয়েছে চীন৷

উদ্বেগ জানালো বাংলাদেশ

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টায় সীমান্তে সংকট তৈরির প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর এই খবর দিয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য