রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগী হোন, মিয়ানমারকে জাতিসংঘ
২৪ জুলাই ২০১৮মিয়ানমারের রাখাইন রাজ্যে আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও সদস্যদের একমত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি৷
পাশাপাশি রাখাইন রাজ্যে মানবাধিকার লংঘনের যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তেও জোর দিয়েছে নিরাপত্তা পরিষদ৷
রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদকে ব্রিফ করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার বুর্গেনার৷ সংকট মোকাবিলায় বিশেষ দূতের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে নিরাপত্তা পরিষদ৷ পাশাপাশি, এই সংকট মোকাবিলায় মিয়ানমারকে জাতিসংঘের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বানও জানায় নিরাপত্তা পরিষদ৷
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন গত দুই মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন৷ এ বিষয়ে আগামী মাসে আনুষ্ঠানিক ব্রিফিং করতে পারেন তিনি৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার ফলকার টুর্ক, ইউএনএইচসিআরের প্রতিনিধিসহ বেশ কয়েকজন রুদ্ধদ্বার এ বৈঠকে বক্তব্য রাখেন৷
রোহিঙ্গা সংকটে বরাবরই আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান খুঁজে আসছে বাংলাদেশ৷
সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতাড়ন নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ৷ অথচ মিয়ানমার সেই চিঠি গ্রহণই করেনি৷
এর আগে জুলাইয়ের শুরুতে বাংলাদেশের কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম৷ রোহিঙ্গা শরণার্থীদের কাছে মিয়ানমার সেনাদের নিষ্ঠুর নিপীড়নের বর্ণনা শোনেন তাঁরা৷
ইউএনবি জানিয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও বসবাসের সুযোগ-সুবিধা দেখতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আগামী মাসের ৮ তারিখে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে৷
এডিকে/জেডএইচ (ইউএনবি)