র্যাবের অগ্রগতিতে খুশি মার্কিন সহকারী মন্ত্রী
১৫ জানুয়ারি ২০২৩তিনি বলেন, ‘‘বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷’’ সেই সব দেশের আগে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে বলেও আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু৷
মার্কিন সহকারী মন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসেন৷ বিমানবন্দর থেকে তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেনের বাসায় যান এবং নৈশভোজে অংশ নেন৷ রাতে তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়৷
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন ডোনাল্ড লু৷
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘র্যাব প্রসঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷ এটা খুবই ভালো কাজ৷ এটা প্রমাণিত হয়, র্যাব সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব মানবাধিকার রক্ষা করেই করতে পারবে৷’’
তিনি বলেন, ‘‘আমরা খুব খোলামেলা আলোচনা করেছি৷ যুক্তরাষ্ট্রের একটা কমিটমেন্ট আছে, গণতন্ত্র এবং মানবাধিকার৷ আমরা যখন সমস্যা দেখি, তখন কথা বলি, পরামর্শ দেই৷ আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি৷ আমরা আমাদের গুরত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই৷’’
তিনি আরো বলেন, "আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়ে কথা বলেছি৷ বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷”
জিএসপি সুবিধা প্রসঙ্গে লু বলেন,‘‘আমরা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি৷ এই তালিকার অনুমোদন পেলে প্রথম দেশ হবে বাংলাদেশ৷’’
পররাষ্ট্রমন্ত্রী যা বললেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,‘‘আমার সঙ্গে ওনার দীর্ঘ আলোচনা হয়েছে৷ আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি৷ আলোচনা খুব কনস্ট্রাকটিভ হয়েছে৷ যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু৷ গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ৷ আর আমরা আগামী ৫০ বছরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই৷ এটা নিয়ে আমরা আলাপ করেছি৷ মোটামুটি আমরা ঐকমত্যে আছি৷ আমরা ভবিষ্যতে ভালো দিনের অপেক্ষায় রয়েছি৷’’
"আমাদের যে যোগাযোগ এটা খুব কাজের৷ এর ফলে আমাদের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব৷ আর আমরা ভালো পরামর্শ পেলে অবশ্যই গ্রহণ করব৷ তার নমুনাও দেখিয়েছি৷ আমাদের কোথাও যদি দুর্বলতা থাকে আমরা ওটা নিয়ে কাজ করব,” বলেন পররাষ্ট্রমন্ত্রী৷
তিনি আরো বলেন, "আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনো বুলেটের মাধ্যমে আসেনি৷ আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্ব শান্তি৷ সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি৷''
ডোনাল্ড লু ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের সাথেও কথা বলেছেন৷ সেখানে ছিলেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান৷
তিনি বলেন, "বৈঠকে তিনি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন৷ নির্বাচন, তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, পরিবেশ ইত্যাদি বিষয়ে কথা হয়েছে৷''
মানবাধিকার কর্মীদের সঙ্গে তার আলোচনা হয়েছে সন্ধ্যার পর৷
‘মানসিকতায় পরিবর্তন আসেনি’
মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘মার্কিন মন্ত্রী শতভাগ সত্য বলেছেন৷ মানবাধিকার লঙ্ঘন না করেও চাইলে আইনশৃঙ্খলা বাহিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন করতে পারে৷’’
তার কথা, ‘‘মেজর (অব.) সিনহা হত্যার পরও ক্রসফায়ার কমেছিল৷ পরে আবার শুরু হয়৷ মার্কিন নিষেধাজ্ঞার পর এখন আবার কমেছে৷ তবে এটা শেষ হয়ে গেছে তা বলা যাবে না৷ একটি ক্রসফায়ারের ঘটনাও গ্রহণযোগ্য নয়৷ ক্রসফায়ার কমলেও মানসিকতায় কোনো পরিবর্তন এসেছে বলে আমি মনে করি না৷ নৈতিকতায় কোনো পবির্তন এসেছে বলে মনে করি না৷’’
তিনি বলেন, ‘‘ক্রসফায়ার স্থায়ীভাবে বন্ধ করতে হলে একটি স্বাধীন কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ পর্যন্ত এইসব বিচার বহির্ভূত হত্যায় যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে৷’’
‘নতুন নিষেধাজ্ঞার' শঙ্কা নেই
সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন, ‘‘লু যেসব কথা বলেছেন তাতে আমার ইতিবাচকই মনে হয়েছে৷ সামনে আর কোনো নিষেধাজ্ঞা আসবে বলে আমার মনে হয় না৷ তবে আমাদের মন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর কথা বার্তার পার্থক্য আছে সেটা বুঝতে হবে৷ মার্কিন মন্ত্রী কিন্তু বলেছেন গণতন্ত্র, বাকস্বাধীনতা মানবাধিকার নিয়ে তারা কথা বলবেন৷ এবং এটা অব্যাহত থাকবে বলেই আমার মনে হয়৷’’
তিনি বলেন, ‘‘আমরা আসলে অতি উদ্বেগ দেখাই৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে লম্বা চিঠি দেয়া, গণতন্ত্র নিয়ে তাদের কথা বলার দরকার নাই মন্ত্রীর এইসব কথায়ই যেন নিষেধাজ্ঞা আসছে বলে মনে হয়৷ সবকিছু এভাবে প্রকাশ্যে বলতে নাই৷’’
তিনি বলেন, ‘‘র্যাবের ওপর তো মার্কিন নিষেধাজ্ঞা এখন জাস্টিফায়েড হলো৷ নিষেধাজ্ঞার কারণেই তো ক্রসফায়ার অনেক কমে গেল৷ সে কারণেই তারা নিষেধাজ্ঞা দিয়েছে৷ তার আগে তো কমেনি৷ এখানকার মানবাধিকার কর্মীরও তো তাই বলছেন৷’’
‘‘আমরা যতই মনঃক্ষুন্ন হই না কেন গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে তারা কথা বলবেই,’’ বলেন সাবেক এই পররাষ্ট্র সচিব৷
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে ২০২২ মাসে ১২ মাসে তিনটি ক্রসফয়ারের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে জানা যায়৷
এর আগের বছর ২০২১ সালে ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হন ৫১ জন৷ ২০২১ সালের তুলনায় ক্রসফয়ার বা বন্দুক যুদ্ধের ঘটনা শতকরা ৯৪ ভাগ কমে গেছে৷ ২০২০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মোট ১৮৮ জন নিহত হন৷
দিল্লি থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু৷ এর আগে সফর করে গেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার৷ রবিবার রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড লু'র৷
২০২২ সারের গ্যারারি