1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনে হামলাকারী কি অসুস্থ?

৪ আগস্ট ২০১৬

লন্ডনের রাসেল স্কয়ারে বুধবার রাতে এক ব্যক্তির ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নারী, আহত হয়েছেন আরও ৫ জন৷ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ৷ তারা বলছে, ঐ কিশোরের মানসিক সমস্যা রয়েছে৷

https://p.dw.com/p/1JbMn
Großbritannien Messerattacke in London
ছবি: Reuters/N. Hall

রাত সাড়ে ১০টায় রাসেল স্কয়ারে রাস্তায় ছুরি হাতে হামলা চালিয়ে ৬ জনকে আহত করে হামলাকারী৷ গুরুতর আহত এক নারী সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সন্দেহভাজন ঐ কিশোরকে গ্রেফতার করে৷

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মার্ক রোওলি জানান, যে কিশোরকে আটক করা হয়েছে তার মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা৷ তবে এই ঘটনার সঙ্গে কোনও রকম জঙ্গি-যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী বিভাগের গোয়েন্দারা৷ ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল৷

সম্প্রতি ফ্রান্স ও জার্মানির জঙ্গি হামলার কথা মাথায় রেখে আরও ৬০০ সশস্ত্র পুলিশ বাহিনী লন্ডনের বিভিন্ন এলাকায় মোতায়নের কথা ঘোষণা করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷

লন্ডনের মেয়র সাদিক খান বৃহস্পতিবার লন্ডনবাসীকে শান্ত থাকতে এবং আতঙ্কিত না হতে বলেছেন৷

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করার সময় ইলেকট্রিক শক গান ব্যবহার করেছিলো পুলিশ৷ সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলটি লন্ডন বিশ্ববিদ্যালয় ও মিউজিয়ামের খুব কাছে, যেখানে সবসময়ই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকে৷

২০০৫ সালের ৭ জুলাই এই রাসেল স্কোয়ারের কাছেই ট্যাভিস্টক স্কোয়ারে এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৫২ জন৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য