লাদেন শিকারের ছবি
২৩ ডিসেম্বর ২০১২রাজনৈতিক বিষয় নিয়ে ছবি তৈরি করে ইতিমধ্যেই বেশ নাম কুড়িয়েছেন ক্যাথরিন বিগেলো৷ ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের বীরত্বের ছবি ‘হার্ট লকার' তৈরি করে চার বছর আগে অস্কার পুরস্কার জিতেছেন৷ এবার লাদেনকে হত্যার সফল অভিযান নিয়ে তাঁর ছবি ‘জিরো ডার্ক থার্টি'ও নাকি অস্কারের সম্ভাব্য তালিকাতে রয়েছে৷ তবে ছবির কিছু অংশ নিয়ে খোদ মার্কিন সিআইএ-র দপ্তর থেকে আপত্তি আসলো৷ সিআইএ-র ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল মোরেল এক বিবৃতিতে বলেছেন, যেভাবে ছবিতে নির্যাতন দেখানো হয়েছে তা ঠিক নয়৷ উল্লেখ্য, ছবিতে দেখানো হয় তথ্য পাওয়ার জন্য বন্দিদের ওপর ওয়াটার বোর্ডিং প্রয়োগ করা হচ্ছে৷ ওয়াটার বোর্ডিং হলো বন্দিদের শুইয়ে মুখ ঢেকে তার ওপর পানি ঢালা৷ অমানবিক এই নির্যাতন পদ্ধতি ২০০৯ সালে নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
তবে ছবিটিতে সেই ওয়াটার বোর্ডিং এর চিত্রই তুলে ধরা হয়েছে৷ ইতিমধ্যে ছবিটি লাদেন শিকারের একটি তথ্যভিত্তিক প্রামাণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ তাই সিআইএ মনে করে ছবিটিতে ওয়াটার বোর্ডিং এর অংশটি মানুষের মনে ভুল ধারণার জন্ম দিতে পারে৷ সিআইএ পরিচালক মাইকেল মোরেল তাই জানিয়েছেন, নির্যাতন নয় বরং বিভিন্ন সূত্রে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লাদেনকে শিকার করা হয়েছিলো৷ তবে তিনি স্বীকার করেছেন যে বন্দিদের কাছ থেকেও তারা তথ্য পেয়েছিলেন৷ আর সেগুলো এসেছে জিজ্ঞাসাবাদের ‘‘উন্নততর পদ্ধতি'' প্রয়োগ করে৷
আরআই/এএইচ (এএফপি)