ভারতের পতাকা দেখছেন পাকিস্তানিরা!
১২ মার্চ ২০১৭গত ৫ই মার্চ পাঞ্জাব রাজ্যের ছোট্ট গ্রাম আট্টারির পাকিস্তান সীমান্তে অতিকায় এক পতাকা উড়িয়েছে ভারত৷ ১১০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ মিটার প্রস্থের এই পতাকার (খুটিসহ) ওজন ৫৫ টন৷ সাতটি ট্রলির সহায়তায় মুম্বই থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয় পতাকাটি৷ এমন পতাকা ওড়ানোও সহজ ছিল না৷ এ কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ক্রেন৷ পতাকার পাশেই রয়েছে ৬৫ ফুট উচ্চতার তিনটি লোহার পাইপ৷ সেই পাইপে জ্বলছে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি বাতি৷ পতাকা যাতে খুব দূর থেকেও দেখা যায় সে উদ্দেশ্যেই এমন আলোর ব্যবস্থা৷ ধারণা করা হচ্ছে, আট্টারি থেকে ২৭ কিলোমিটার দূরে পাকিস্তানের শহর লাহোর থেকেও দেখা যাবে পতাকাটি৷
গত বছর পূর্বাঞ্চলীয় শহর রাঁচিতে ১৯৩ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা উড়িয়েছিল ভারত৷ তখন সেটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা৷ এবারেরটি সেটাকেও ম্লান করে দিল৷
সবচেয়ে বড় পতাকা তৈরি এবং তা ওড়ানোর পেছনে ব্যয় হয়েছে মোট সাড়ে তিন কোটি ভারতীয় টাকা৷ ভারত মনে করে, অচিরেই পাকিস্তানও হয়ত এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে৷ তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির পক্ষ থেকে এখনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি৷ বরং পাকিস্তানের সন্দেহ, ভারত পতাকার আড়ালে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে গোয়েন্দাগিরি করছে৷ ভারত এ অভিযোগ অস্বীকার করেছে৷
মুরালি কৃষ্ণণ/এসিবি
পাকিস্তান কি সত্যিই কোনোদিন এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে? জানান নীচের মন্তব্যের ঘরে৷