আওয়ামী লীগ
২৮ ডিসেম্বর ২০১২বুধবার জনসংযোগ কর্সসূচিতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়৷''
বৃহস্পতিবার এ কথারই জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের ঢাকা মহানগর ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বলেন, ‘‘স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরাই খালেদা জিয়ার কাছে অতি প্রিয়৷ একাত্তরে গণহত্যা আর মা-বোনের ইজ্জত লুণ্ঠন তাঁর কাছে কোনো বিষয় নয়৷ তাই আওয়ামী লীগ নয়, বরং বিএনপি সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
তিনি বলেন, বর্তমান সরকারই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷ অন্যদিকে, হলমার্ক আর ডেস্টিনি'র মতো প্রতিষ্ঠান কিন্তু বিএনিপি'র আমলে এবং তাদেরই প্রশ্রয়ে বেড়ে ওঠে৷
ওদিকে, আগামীকাল অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল৷ ২০০৯ সালে দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের আগেই ঘর গোছাতে চান তাঁরা৷ আর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় কাউন্সিলে দলের মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে৷ বাড়তে পারে কেন্দ্রীয় কমিটির কলেবর৷
জানা গেছে, শনিবারের কাউন্সিলে আগামী নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলন মোকাবেলার কৌশল নির্ধারণ হতে পারে৷