1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের ঠেকাতে উদ্বাস্তু সম্মেলন

২০ মার্চ ২০১৭

এ বছরের শুরুতেই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে ইটালিতে৷ তাই ইউরোপে অভিবাসীদের প্রবেশ ঠেকানোর কৌশল ঠিক করতে রোমে শুরু হয়েছে অভিবাসন সম্মেলন৷ ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আফ্রিকার মন্ত্রীরা এতে যোগ দিচ্ছেন৷

https://p.dw.com/p/2ZY2c
প্রতীকী ছবি
ছবি: Reuters/G. Moutafis

ইটালির প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ এছাড়া থাকছে আফ্রিকার উত্তরাঞ্চলের তিনটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক৷ লিবিয়া, টিউনিশিয়া এবং আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা জার্মি, ইটালি, ফ্রান্স, অস্ট্রিয়া, মাল্টা, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন৷ ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোসও এতে যোগ দেবেন৷

অভিবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য ইউরোপ এবং উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী ‘কনট্যাক্ট গ্রুপ' করতে চান ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী৷  ইটালির সংবাদ সংস্থা আনসা রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগর থেকে অন্তত ৩,৩১৫ জনকে ২৫টি ভিন্ন অভিযানে উদ্ধার করা হয়েছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট নৌকায় করে এই বিশাল সমুদ্র পাড়ি দেয়৷ আবহাওয়ার উন্নতি হলে এদের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন এক কোস্ট গার্ড৷

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালে রেকর্ড পরিমাণ অভিবাসনপ্রত্যাশী সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে এবং নিগৃহীত হয়েছে লাখো মানুষ৷ এ বছরের শুরুতেই ইটালিতে ১৬ হাজার অভিবাসী এসেছে, গত বছর ঠিক এই সময়টাতে যেখানে পাঁচ হাজার অভিবাসী ইটালিতে প্রবেশ করেছিল৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান