1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী সংকট

২৬ মে ২০১৬

তুরস্কের সঙ্গে ইউরোপের বাকযুদ্ধের প্রেক্ষাপটে শরণার্থী সংক্রান্ত চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ছে৷ জাপানে জি-সেভেন শীর্ষ সম্মেলনেও আন্তর্জাতিক সমাধানসূত্র নিয়ে আলোচনা চলছে৷

https://p.dw.com/p/1Iubk
শরণার্থীদের দুর্দশা
ছবি: picture-alliance/Photoshot/Xinhua/M. Abu Ghosh

ইউরোপের শরণার্থী সংকট সামাল দিতে তুরস্কের সঙ্গে চুক্তির উপর নির্ভর করছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ইউরোপীয় নেতারা৷ কিন্তু সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির জের ধরে সেই চুক্তি প্রশ্নের মুখে পড়েছে৷ ইইউ-তে প্রবেশের জন্য তুরস্কের নাগরিকদের ভিসার আর প্রয়োজন পড়বে না, এই প্রত্যাশার ভিত্তিতেই তুরস্কের এর্দোয়ান প্রশাসন শরণার্থী চুক্তিতে সাক্ষর করেছিল৷ কিন্তু ভিসামুক্ত প্রবেশাধিকারের সব পূর্বশর্ত পূরণ করতে সে দেশ এখন প্রস্তুত নয়৷ তাই আঙ্কারা থেকে ইইউ'র সঙ্গে সব চুক্তি বাতিল করার হুমকি শোনা যাচ্ছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার বলেছেন, এমন সব হুমকিতে কোনো কাজ হবে না৷ তুরস্কের উচিত চুক্তির সব শর্ত মেনে নেওয়া৷

বিশেষ করে সন্ত্রাস-দমনের লক্ষ্যে বিতর্কিত যে আইন পাশ করা হয়েছে, তা প্রত্যাহার করে নিতে হবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও তুরস্ককে কোনো বাড়তি ছাড় দিতে প্রস্তুত নন৷

ইউরোপে শরণার্থী সংকটের বিষয়টি এবার জাপানে শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেন শীর্ষ সম্মেলনে আলোচিত হচ্ছে৷

tweet:735713005367791617#

ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেন, ভৌগলিক কারণে এই সংকট শুধু ইউরোপের একার নয়, এর মোকাবিলা করতে গোটা বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে, ইউরোপের প্রতি সংহতি দেখাতে হবে৷ উল্লেখ্য, গত বছর প্রায় ১৩ লক্ষ শরণার্থী ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছে৷

শরণার্থীদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার বিপদের মাত্রা তুলে ধরতে ইটালির নৌবাহিনী নাটকীয় ছবি প্রকাশ করেছে৷

জার্মানির পূর্বাঞ্চলে ফ্রাংকফুর্ট আন ডেয়ার ওডার শহরে একদল শরণার্থীর উপর হামলার একটি ঘটনা এবং উপস্থিত পথচারীদের প্রতিক্রিয়া নিয়ে জোরালো সমালোচনা শোনা যাচ্ছে৷

এদিকে জার্মানিতে শরণার্থীরা কীভাবে মরিয়া হয়ে চার্চের আশ্রয় নিচ্ছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য