শরণার্থীদের আসা বন্ধ হবে?
৭ মার্চ ২০১৬সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক শুরুর আগে থেকেই জমে উঠেছে এ সব নিয়ে আলোচনা৷ বৈঠকে ইইউ-র ২৮টি দেশের প্রতিনিধি ছাড়াও থাকছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু৷
বৈঠক শুরুর আগে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে শরণার্থী সংকট এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক৷
ইইউ নেতাদের শরণার্থী সংকট নিয়ে আলোচনায় বসার আগেই অবশ্য আসন্ন বৈঠকের কর্মসূচি এবং সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়ে গেছে৷ বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, সোমবারের বৈঠকে বলকান অঞ্চল দিয়ে শরণার্থীদের ইউরোপে প্রবেশ করার পথগুলো বন্ধ করার ঘোষণা আসতে পারে৷
মূলত তুরস্ক থেকে সাগর পথে গ্রিস হয়ে জার্মানি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্ক্যানডিনেভিয়ান দেশগুলোতে প্রবেশ করতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু থামাতেই এই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে৷ সোমবারের বৈঠকের আগেও ২৫ জন অভিবাসনপ্রত্যাশীর করুণ মৃত্যু হয়েছে৷ নৌকা ডুবে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১০ জনই শিশু৷
ইইউ-এর পক্ষ থেকে বলকান অঞ্চল হয়ে ইউরোপের ধনী দেশগুলোতে প্রবেশের পথ বন্ধ করার বিষয়ে অবশ্য ইইউ-র পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি৷ তবে এএফপি-কে দু'জন কূটনীতিক জানিয়েছেন, এমন সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত৷
এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস তাঁর দেশ থেকে দ্রুত অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন৷ রবিবার তিনি ইইউ-র প্রতি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান৷
গত সেপ্টেম্বরেই গ্রিসে আশ্রয় নেয়া অভিবাসনপ্রত্যাশীদের বড় একটা অংশকে তাদের দেশে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেও গত পাঁচমাসে মাত্র ৭০০ অভিবাসনপ্রত্যাশীকে ফেরানো সম্ভব হয়েছে৷ অথচ প্রতিদিন সিরিয়া ও অন্যান্য দেশ থেকে গড়ে অন্তত দু'হাজার নতুন অভিবাসনপ্রত্যাশী আসছে৷
অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে দেয়ার বিষয়ে তুরস্কের সহযোগিতা চেয়ে আসছে ইইউ৷ অভিবাসীপ্রত্যাবাসন প্রকল্প বাস্তবায়নে তুরস্ককে ৩ বিলিয়ন ইউরো অনুদানের আশ্বাসও দিয়েছে ইউরোপীয় জোট৷
এসিবি/ ডিজি (এএফপি)
অভিবাসনপ্রত্যাশীদের জার্মানি ও স্ক্যানডিনেভিয়ার ধনী দেশগুলোতে প্রবেশের পথ বন্ধ করা কি উচিত হবে? প্রিয় পাঠক, নীচে আপনার মতামত জানান৷