শহরের ভিন্ন স্বাদ দিচ্ছে দোকান, হোটেল
২৩ জুলাই ২০২০অতীতে তালার মিস্ত্রীর কারখানা ছিল৷ এখন সেটি হোটেলে পরিণত হয়েছে৷ অতিথি হিসেবে ডানিয়েল পোনক্রাৎস ও হেলগা রোশিক ‘ক্রেৎসেল' হোটেলের ঘরের পর্দা সরিয়ে ভিয়েনা শহরের একটি গলির দৃশ্য দেখতে পান৷ হাঙ্গেরির এই দুই পর্যটক আপাতত ‘ক্রেৎসেল’ হোটেলের বাসিন্দা৷
২০১২ সালে টেরেসিয়া কোলমায়ার এই প্রকল্প শুরু করেছিলেন৷ স্থপতি হিসেবে তিনি ২৬টি খালি দোকান হোটেলে রূপান্তরিত করেছিলেন৷ আগে যেখানে মুচি বা দরজির দোকান ছিল, এখন সেখানে রাত কাটানোর জায়গা তৈরি হয়েছে৷ টেরেসিয়া বলেন, ‘‘এর ফলে প্রত্যেক অতিথি শহরে নিজস্ব ঘর পাচ্ছেন, যেখানে তিনি স্বাচ্ছ্যন্দ বোধ করতে পারেন৷ বাইরে বের হলেই নিজস্ব অ্যাডভেঞ্চার শুরু হতে পারে৷ গতানুগতিক হোটেলের ভবনে যে অবকাঠামো দেখা যায়, আমরা সেগুলিকে একই স্তরে পাড়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি৷’’
নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অতিথিরা এই প্রকল্পের আওতায় এমন ‘পাড়ার হোটেল’ খুঁজে পেতে পারেন৷ পাড়ার মধ্যে ‘গলটেক' ক্যাফেতে প্রাতরাশ সেরে নেওয়া যায়৷ হোটেলের লবিতে সুভিনিয়ারের দোকানের বদলে অতিথিরা পাড়ার মধ্যেই টুকিটাকি কেনাকাটা করে নিতে পারেন৷ যেমন এক ডিজাইনারের গয়নার দোকান৷ অথবা শহরের আকর্ষণীয় পদ চেখে দেখার জন্য রোব্যার্ট অপোচেনস্কির দোকানে ঢুঁ মারতে হবে৷ তিনি বলেন, ‘‘আমরা সব সময়ে এখানেই আছি৷ অতিথিরা আসে-যায়৷ আরও খালি দোকানের বদলে এমন আদানপ্রদান অনেক ভালো৷’’
টেরেসিয়া কোলমায়ার অবহেলিত জায়গায় আবার প্রাণ সঞ্চার করতে খুব ভালোবাসেন৷ হোটেলের রিসেপশনের বদলে নির্দিষ্ট কোড টিপে ঘরের দোরগড়ায় বাক্স খুলে চাবি নিতে হয়৷ টেরেসিয়া বলেন, ‘‘নতুন করে ঘর সাজানোর সময় আমরা প্রতিটি দোকানের নির্দিষ্ট বৈশিষ্ট্য বজায় রাখি৷ যেমন দরজির দোকান৷ আমরা বড় আকারের এক ছবি তৈরি করিয়েছি৷ এই তরুণী সেই কাপড়ই পরে আছেন, যেটি ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা হয়েছে৷ এভাবে অতিথিদের জানাতে চাই, আপনারা ভিয়েনায় এসেছেন, এক প্রাক্তন দোকানে রাত কাটাচ্ছেন, এটা কোনো গতানুগতিক হোটেলের ঘর নয়৷’’
অ্যাপের কল্যাণে পর্যটকরা পাড়া সম্পর্কে অনেক খবর পেয়ে যান৷ যেমন সাধারণ দেখতে এক প্রাচীরের পেছনেই ‘মটো' নামের ভিয়েনার বিখ্যাত এক রেস্তোরাঁ রয়েছে৷
সারাদিন অনেক অভিজ্ঞতার পর চাবি মেরামতির সাবেক দোকান আবার শোবার ঘর হয়ে উঠলো৷ ডানিয়েল বলেন, অনেকবার ভিয়েনা আসা এবং অনেক কিছু দেখা সত্ত্বেও এখানে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো৷ তিনি ভিয়েনা সম্পর্কে একেবারে নতুন ধারণা পেলেন৷
দোকানের জানালায় ঘুমানোর অভিনব অভিজ্ঞতা এবং জানালার ওপারে ভিয়েনা শহরের অনবদ্য চরিত্র অনুভব করার সুযোগ দিচ্ছে এই প্রকল্প৷
গেয়ারহার্ড সনলাইটনার/এসবি