শার্লি এব্দো’র নতুন সংখ্যা
১৪ জানুয়ারি ২০১৫শার্লি এব্দো-র এই সংখ্যাটি সাধারণত যতো ছাপা হয়, তার ৫০ গুণ বেশি ছাপা হয়েছে: মোট ত্রিশ লাখ৷ আগে থেকে বলে না রাখলে কপি পাওয়া যায়নি; ভোরবেলাতেই সব কপি বিক্রি হয়ে গেছে প্যারিসে এবং অন্যত্র৷ শার্লি এব্দো-র সম্পাদক নাকি আরো বিশ লাখ মুদ্রণের নির্দেশ দিয়েছেন৷
নাম রাখা হয়েছে ‘‘যারা প্রাণে বেঁচেছেন, তাদের সংখ্যা'', অর্থাৎ শার্লি এব্দো-র যে কর্মীরা আততায়ীর গুলিতে নিহত হননি, তাদের সংখ্যা – এবং প্রচ্ছদটি এঁকেছেন তাদেরই একজন, রেনাল্ড লুজিয়ে৷ ‘‘লুজ'' গতকাল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ছবিটির উপরে ‘সব কিছু ক্ষমা করা হয়েছে' লেখার সময় আমি কেঁদেছি৷'' ‘লিবারাসিওঁ' দৈনিকের ধার করা অফিসে বসে তখন সত্যিই কাঁদছিলেন এই ব্যঙ্গচিত্রকার৷
সরকার সতর্ক
শার্লি এব্দো-র নতুন সংস্করণ প্রকাশিত হওয়ার দিনই ফরাসি পুলিশ দিয়োদন নামের এক কৌতুকাভিনেতাকে গ্রেপ্তার করেছে, যিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন যে, তাঁর নিজের ‘‘শার্লি কুলিবালি''-র মতো লাগছে – আমেদি কুলিবালি ছিল সেই বন্দুকধারী, যে ইহুদি ‘কোশার মার্কেটে' হামলা চালিয়ে চারজন ব্যক্তিকে হত্যা করে৷ দিয়োদন এর আগেও নানা ধরনের জাতিবাদী ও ইহুদি বিদ্বেষী প্ররোচনার জন্য সরকারের অপাত্র হয়েছেন৷
দেশ জুড়ে আরো জোরালো সন্ত্রাসবাদ প্রতিরোধী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন ইহুদি স্কুল ও সিনাগগ, এছাড়া মসজিদ, এবং সেই সঙ্গে পর্যটক অধ্যুষিত স্থানগুলির সুরক্ষার জন্য দশ হাজার সৈন্য নিয়োগ করা হয়েছে৷ ফরাসি পুলিশ বলছে, প্যারিস আক্রমণগুলির জন্য দায়ী যে ‘টেররিস্ট সেল', তাদের ছ'জন অবধি সদস্য নাকি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে – এদের মধ্যে একজনকে একটি গাড়ি চালাতে দেখা গেছে, যা নিহত আততায়ীদের একজনের স্ত্রী'র নামে রেজিস্ট্রি করা ছিল৷
নিন্দা, সৎসাহস
ইরান শার্লি এব্দো-র নতুন সংস্করণকে ‘‘অপমানজনক'' এবং ‘‘প্ররোচনামূলক'' আখ্যা দিয়েছে৷ তেহরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, পত্রিকাটির প্রচ্ছদ ‘‘সারা বিশ্বের মুসলিমদের প্ররোচিত করে ও তাদের আবেগ-অনুভূতিতে আঘাত দেয়, যার ফলে জঙ্গিবাদ উসকানি পেতে পারে৷''
তুরস্কের প্রথম সারির দৈনিক ‘জুমহুরিয়েত' কিন্তু তাদের বুধবারের সংস্করণে শার্লি এব্দো-কে কেন্দ্র করে একটি চার পাতার ক্রোড়পত্র প্রকাশ করেছে৷ এই ক্রোড়পত্রে শার্লি এব্দো-র ঐতিহাসিক সংখ্যা থেকে নেওয়া নানা ব্যঙ্গচিত্র ও প্রবন্ধ তুর্কি অনুবাদ সহ প্রকাশ করা হয়েছে৷ এর মধ্যে নাইজেরিয়ার বোকো হারাম এবং ইসলামিক স্টেটের জিহাদিদের নিয়ে কার্টুন আছে, কিন্তু শার্লি এব্দো-র প্রচ্ছদের মূল চিত্রটি সংবাদপত্রের পঞ্চম পৃষ্ঠায় ছোট আকারে, অপর একটি সংবাদভাষ্যের অলঙ্করণ হিসেবে মুদ্রিত হয়েছে৷
এসি/এসবি (এপি, এএফপি)