1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্র করল শালকে

২১ ফেব্রুয়ারি ২০১৩

বুন্ডেসলিগায় কোনক্রমে টিকে থাকা জার্মান দল শালকে মহাদেশীয় আসরে এখনো অপরাজিত রয়েছে৷ ইস্তানবুলে বুধবার রাতে গালাতাসারাই-এর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সে দল৷ প্রতিপক্ষের মাঠে এই ড্র’র ফলে খানিকটা সুবিধা পাবে শালকে৷

https://p.dw.com/p/17ien
ছবি: Reuters

প্রতিপক্ষ দলে ছিল ওয়েসলি স্নাইডার এবং দিদিয়ে দ্রগবার মতো তারকারা৷ তবুও ইস্তানবুলে ড্র করতে সক্ষম হয়েছে শালকে৷ এই ড্র’র ফলে একটি অ্যাওয়ে গোল ঝুড়িতে ভরে দেশে আনতে পেরেছে সে দল৷

বুধবার খেলার প্রথম ভাগ ছিল উত্তেজনায় ঠাসা৷ উভয় দলই প্রথমার্ধে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে৷ প্রথম গোলটি অবশ্য এসেছে স্বাগতিকদের পা থেকেই৷ সে দলের বুরাক ইলমাজ চমৎকার পাস থেকে পাওয়া বল গোলে জড়ান৷ চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে এটা বুরাকের ষষ্ঠ গোল৷ তবে পুরো খেলায় তাঁর চেয়ে দ্রগবার উপস্থিতি বেশি চোখে পড়েছে৷ মোটের ওপর দলকে এগিয়ে নেওয়ার আরো দুটি সুযোগ নষ্ট করেছেন বুরাক৷

প্রথমার্ধের শেষ পর্যায়ে সমতা ফেরায় শালকে৷ খেলার ৪৫ মিনিটে দলের পক্ষে গোল করেন জারমেইন জোনস৷ চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম গোল তাঁর৷যুক্তরাষ্ট্রের এই তারকাকে অবশ্য পরের খেলায় নিতে পারবেন না৷ কেননা, ইস্তানবুলে গোল করার কিছু আগেই হলুদ কার্ড জুটেছে তাঁর কপালে৷ ফলে পরের ম্যাচে নামতে পারবেন না জোনস৷

এদিকে, এই খেলায় ড্র করায় কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা টিকিয়ে রাখতে পেরেছে শালকে৷ এখন ‘সেকেন্ড লেগে’ গালাতাসারাইয়ের বিরুদ্ধে তাদের সাফল্যের উপর নির্ভর করছে অনেক কিছু৷ পাশাপাশি বোরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গেও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে শালকেকে৷

বার্সার হার

বুধবার অপর খেলায় এসি মিলানের কাছে পরাজয় বরণ করেছে বার্সেলোনা৷ অতিথিদের ২-০ গোলে হারায় মিলান৷ খেলার ৫৭ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেন কেভিন-প্রিন্স বোয়াটেং৷ এরপর ৮৭ মিনিটে সুলেই মুন্টারি গোল করে মিলানের জয় নিশ্চিত করেন৷

এই খেলায় বার্সার তারকা ফুটবলার লিওনেল মেসি এই ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেননি৷ খেলার দ্বিতীয়ভাগে দুটি ফ্রি কিক পেয়েছিলেন তিনি৷ কিন্তু দু’বারই প্রতিপক্ষের জালের বাইরে বল ফেলেছেন মেসি৷

এআই / এসবি (এপি, ডিপিএ)

Lionel Messi
বার্সেলোনা হেরেছে, মেসিকে তাই হতাশই দেখিয়েছে বেশির ভাগ সময়ছবি: picture alliance / dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান