নারী জাগরণ সমাবেশে বিস্ফোরণ
৮ মার্চ ২০১৩শাহবাগ গণজাগরণের ৩১তম দিনে শুক্রবার বিশ্ব নারী দিবসে আয়োজন ছিল নারী গণজাগরণ সমাবেশ৷ আর দুপুর থেকেই তাই শাহবাগে আসতে থাকেন বিভিন্ন পেশা, শ্রেণি এবং বয়সের নারী৷ কিন্তু বিকেল পৌনে ৫টার দিকে সমাবেশে চলাকালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মঞ্চের পিছনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে৷ এতে একজন ব়্যাব সদস্য আহত হন৷ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষনিকভাবে ২ মহিলা সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ৷ বিস্ফোরণের ঘটনায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও তা কাটিয়ে ওঠেন সমাবেশের নারী পুরুষ সবাই৷ ককটেলের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে কেঁপে ওঠে শাহবাগের প্রজন্ম চত্বর৷
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই হামলার জন্য জামায়াত-শিবির চক্রকে দায়ী করেন৷ প্রত্যক্ষদর্শী একজন জানালেন, উপরের দিক থেকে ককটেল ছুটে আসে৷ তিনি দাবি করেন, পুলিশের তৎপরতা যথার্থ ছিলনা৷
সেখানে উপস্থিত নারীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান৷ তাঁরা বলেন, এভাবে নারী জাগরণ থামাতে পারবেনা প্রতিক্রিয়াশীল চক্র৷ সমাবেশে সংহতি জানাতে এসে নারী নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামালও বললেন একই কথা৷ তিনি বলেন, একাত্তরে নারীরা যেমন যুদ্ধ করেছে তরুণ প্রজন্মের এই যুদ্ধেও নারীরা পিছিয়ে থাকবেনা৷
ককটেল বিস্ফোরণের পর শাহবাগ প্রজন্ম চত্বরের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷