1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্রুত’ খুলতে বললেন প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০২১

করোনার প্রকোপ কমায় খুব দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/3zoN1
ফাইল ছবিছবি: Xinhua News Agency/picture alliance

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায় বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন৷

তিনি বলেন, ‘‘আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি৷ সে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে৷ শিক্ষকদের সাথে স্কুলে কর্মরত যারা, তাদের পরিবারসহ যাতে টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷’’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের স্কুলের ছেলেমেয়েদের… যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলি নির্দেশনা আছে৷ সেই নির্দেশনা মেনেই স্কুলের ছেলেমেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি৷ ফাইজারের কিছু টিকা পৌঁছেছে, আরো পৌঁছাবে৷ মডার্নার জন্য চেষ্টা করে যাচ্ছি৷ অন্যান্য টিকাও আসছে৷ ইতোমধ্যে টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রায় ছয় কোটি টিকার জন্য টাকা দিয়ে দিয়েছি৷’’

তবে টিকা দেওয়ার পরও যে করোনা সংক্রমণ হতে পারে, সে কথা মনে করিয়ে দিয়ে সবাইকে সাবধানে থাকার অনুরোধ করে সরকার প্রধান বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, করে যাচ্ছি৷ হ্যাঁ জানি, অনেকের বক্তব্য, অনেক কিছুই বলেন৷ কিন্তু বাস্তব চিত্রটা দেখেন, যদি অন্য দেশের সঙ্গে তুলনা করেন, আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় করোনা নিয়ন্ত্রণে আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি, অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি, এটা হলো বাস্তবতা৷’’

এ সময় কোভিড মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মানুষ অসুস্থ হচ্ছে৷ সবাই যেন নিজের ঘর-বাড়ি পরিচ্ছন্ন রাখে এবং কোথাও যেন পানি জমে না থাকে৷ আশপাশের জায়গায় যেন মশা জন্ম নিতে না পারে, সেভাবে যেন পরিচ্ছন্ন করে রাখেন৷ মশারি ব্যবহার করবেন৷ শুধু মশার ওষুধ দিলে হবে না৷ নিজেদেরও একটু উদ্যোগ নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে৷’’

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান