শেষ হলো জার্মান ট্রেড শো
৮ নভেম্বর ২০০৮বাংলাদেশ জার্মান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এর উদ্যোগে এই প্রথম ' জার্মান ট্রেড শো ২০০৮' হলো৷ ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৬ নভেম্বর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলে ৮ নভেম্বর পর্যন্ত৷
জার্মান ট্রেড শো'র সহযোগিতায় ছিল ঢাকার জার্মান দুতাবাস এবং জিটিজেড৷ বিজিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, প্রদর্শনীতে বাংলাদেশে প্রচলিত জার্মান ব্যবসা, পণ্য এবং কার্যক্রম ও বাংলাদেশী পণ্য এবং কার্যক্রমকে জার্মান বাজারে প্রচলন সম্পর্কে তারা তাদের মতামত তুলে ধরেছেন৷ প্রথমবারের এই প্রদর্শনীর লক্ষ ছিল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে জার্মান বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করা৷ এই প্রদর্শনী দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা তুলে ধরা, প্রস্তুতকারক, ব্যবসায়ী, সংগঠন, রফতানিকারক, বিনিয়োগকারী, এনজিও এবং সেবা প্রদানকারীদের একত্রিত করা, ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশে জার্মান বিনিয়োগকে উদ্বুদ্ধ করাসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিভিন্ন কার্যক্রম নেয়া হয়৷
প্রদর্শনীতে বিভিন্ন দেশের ৬৩টি প্রতিষ্ঠান অংশ নেয়৷ তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়৷ জাহাজ নির্মাণ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, চামড়া, অর্থনৈতিক সেবা, রসায়ন এবং পাওয়ার বন্টনের উপর এই সেমিনারগুলোতে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ নেন৷ ৬ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান৷