1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজারের জন্য এক হাজার কোটি টাকার তহবিল

২৩ অক্টোবর ২০১১

শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংকগুলো৷ তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস - বিএবি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/12xMN
ঢাকার শেয়ার বাজারছবি: DW

কথা ছিল বেসরকারি ব্যাংকগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করবে৷ তারই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হল৷ বিএবি'র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, এই তহবিল আরো বাড়বে৷ ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড' নামের এই তহবিল গঠনের উদ্দেশ্য হল মহা দুর্যোগ থেকে শেয়ার বাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা৷

এই তহবিলে ৩২টি বাণিজ্যিক ব্যাংকের সবাই ২০ কোটি টাকা করে দেবে৷ আর এতে সম্পদ ও দায়ের ১০ ভাগের বেশি বিনিয়োগ না করার নীতিমালাও লঙ্ঘিত হবে না৷ এই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে শেয়ার কেনা হবে৷ নজরুল ইসলাম মজুমদার জানান, আগামী সপ্তাহে এর সব আনুষ্ঠানিকতা শেষ করার উদ্যোগ নেয়া হবে৷

তহবিলের মালিক ব্যাংক মালিকরা হলেও ব্যবস্থাপনার দায়িত্বে তারা থাকবেন না৷ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে অ্যাসেট ম্যানেজার কোম্পানি৷ এটি মিউচুয়াল ফান্ড হিসেবে কাজ করবে, জানান ব্যাংক মালিকদের একজন সালমান এফ. রহমান৷

ব্যাংক মালিকরা আশা করেন, তাদের এই উদ্যোগের ফলে শেয়ার বাজার স্বভাবিক ধারায় ফিরে আসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য