1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার এখন গুজবের বাজার

২৬ সেপ্টেম্বর ২০১১

গত ১০ মাস ধরে শেয়ার বাজার যেন বিক্ষোভ আর প্রতিবাদের জায়গায় পরিণত হয়েছে৷ সেখানে প্রায় প্রতিদিন পুঁজি হারানো ক্ষুব্ধ বিনিয়োগকারীরা আন্দোলন কর্মসূচি পালন করছে৷ এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/12gAb
ছবি: DW

তারা জানান, শেয়ার বাজার এখন গুজবের বাজার৷

১৯৯৬ সালে বাংলাদেশের শেয়ার বাজারে প্রথম ধ্বস নামে৷ অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে পথে বসেন৷ তারপর শেয়ার বাজার নিয়ে ছিল না কোন আলোচনা৷ যেন হঠাৎ আলোর ঝলকানি দিয়ে দু:খজনক পরিণতির মাধ্যমে হারিয়ে যায় শেয়ার বাজার৷ এরপর গত চার বছর ধরে আবার আলোচনায় আসে শেয়ার বাজার৷  ২০০৮ সালে লেনদেনের সূচক ৩০০০-এ পৌঁছায়৷ ২০০৯ সালে ৪০০০৷ এবং ২০১০ সালের ৫ই ডিসেম্বর সূচক ৮৯১৮তে পৌঁছে ইতিহাস সৃষ্টি করে৷ আর তার ১০ দিনের মাথায় শুরু হয় দরপতন৷ নামে ধ্বস৷ শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক ড. আবু আহমেদ বলেন জেলায় জেলায় ট্রেডারদের শাখা অফিস খোলার মাধ্যমে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে শেয়ার বাজারে টেনে আনা হয়৷ কিন্ত বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানো হয়নি৷ আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে লাগামহীন বিনিয়োগ শুরু করে৷ আর সেই সময়ে নিয়ন্ত্রক সংস্থা তার ভুমিকা পালন না করায় শেয়ার বাজারে দু:খজনক অবস্থার সৃষ্টি হয়৷

শেয়ার বাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের লাগাম টেনে ধরতে তখন বাংলাদেশ ব্যাংক তাদের শেয়ার সীমা নির্দিষ্ট করে দেয়৷ তবে তাতে রক্ষা পায়নি লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী ৷ কারন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে লাভসহ বাজার থেকে বের হয়ে যায়৷ তারা প্রচুর ব্যবসা করে৷ জানালেন ঢাকা স্টকএক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভি৷

শেয়ার বাজারকে চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও অর্থ মন্ত্রণালয়সহ  বাজেটেও বেশ কিছু শেয়ার বাজার বান্ধব উদ্যোগ নেয়া হয়েছে৷ তবে তাতে পরিস্থিতির কোন উন্নতি হচ্ছেনা৷ প্রতিদিনই সুচকের পতন ঘটছে৷ হঠাৎ হঠাৎ সুলক্ষণ দেখা দিলেও তা স্থায়ী না হওয়ায় বাজারে আস্থা ফিরে আসছেনা৷ তাই বলতে গেলে বাজার ক্রেতা শূন্য৷ তবে শাকিল রিজভী আশাবাদী৷ তিনি বলেন বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরতে হবে৷ বাজার তার আপন গতিতে চলবে৷ বাংলাদেশের শেয়ার বাজারের যথেষ্ঠ সম্ভাবনা আছে৷

আর সেই আশাতেই আছেন বিনিয়োগকারীরা৷ তারাও আশা করেন হয়তো আবার বাংলাদেশের শেয়ার বাজার চাঙ্গা হবে৷ ফিরে পাবে হারানো পুঁজি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান