1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল

২৭ নভেম্বর ২০১২

বিশ্বকাপের আসর বসবে দেড় বছর পর৷ অথচ নিজেদের দল, বিশ্বকাপ আয়োজন – কোনো কিছু নিয়েই ঠিক স্বস্তিতে নেই ব্রাজিল৷ এবার দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হলো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টকে!

https://p.dw.com/p/16qRi
ছবি: picture-alliance/dpa

এইটুকু বললে আসলে কমই বলা হয়৷ প্রথমত মার্কো পোলো দেল নেরো শুধু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর ভাইস প্রেসিডেন্টই নন, ফিফার নির্বাহী কমিটির সদস্যও৷ দ্বিতীয়ত তাঁকে শুধু ব্রাজিলের পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি, সাঁও পাওলোয় তার বাড়িতে তল্লাশিও চালিয়েছে৷ তৃতীয়ত, দুর্নীতির অভিযোগে পুলিশ যে শুধু নেরোকেই জিজ্ঞাসাবাদ করছে তা-ও নয়, ইতিমধ্যে ৮৭টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্রাজিলের ৬টি রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে!

Symbolbild Brasilien Infrastruktur Bauwirtschaft
বিশ্বকাপের প্রস্তুতিছবি: AP

দুর্নীতি এবং ঘুস লেনদেন কী মাত্রায় হয়ে থাকতে পারে এবং এ অপকর্মে কত লোক জড়িত এ সম্পর্কে একটু ধারণা পেলেন? নেরোর দাবি তিনি নির্দোষ৷ তা অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তা ক'জনইবা মেনে নেন! তবে নেরো বলেছেন, পুলিশ তাঁর সঙ্গে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো কথাই বলেনি৷ তাহলে টানা ২০ মিনিট কী নিয়ে কথা হলো? ব্রাজিলের এক দৈনিক পত্রিকাকে এ প্রশ্নের জবাবে ৭১ বছর বয়সি আইনজীবী বলেছেন, ‘‘ওরা আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছে৷ এ নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলতে চাইনা৷ শুধু এইটুকু জানিয়ে রাখছি, যে বিষয় নিয়ে কথা হয়েছে সেটি আমার কাজে কোনো প্রভাব ফেলবে না৷''

দুর্নীতির অভিযোগে দেল নেরোসহ ৩৩ জনকে সন্দেহের আওতায় নেয়া ব্রাজিল ফুটবলের জন্য এ মুহূর্তে নিঃসন্দেহে সবচেয়ে বড় কেলেঙ্কারি৷ তবে কেলেঙ্কারিতে সাম্প্রতিক সময়ে আরো জড়িয়েছেন সে দেশের ফুটবল কর্মকর্তারা৷ ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্দো তেশেইরার বিরুদ্ধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ অবস্থা বেগতিক দেখে প্রায় দু দশক দায়িত্বে থাকার পর এ বছরই হঠাৎ অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি৷

Brasilien Fußball WM 2014 Mineirao Stadion
চলছে স্টেডিয়াম তৈরির কাজছবি: picture alliance/Agencia Estado

দেল নেরোকে অবশ্য এখনই সরে যাবার কথা ভাবতে হচ্ছে না৷ ফিফার সেক্রেটারি জেরোম ভালকেও বলেছেন, ‘‘অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ৷'' আপাতত এ মন্তব্যই নেরোর জন্য বড় ভরসা৷ ২০১৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে কিন্তু ব্রাজিল ফেডারেশনকে ঘা দিয়ে সেখানে আবার মলমও লাগিয়েছেন ভালকে৷ প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘একটা শহরের হোটেলে আছে ১৭ হাজার কক্ষ, অথচ সেখানকার স্টেডিয়ামে মোট আসন ৪৫ হাজার৷ মনে হয় ওই শহরে এক বিছানায় তিনজনকে শুতে হবে৷'' তবে চাইলেও ফিফা যে এখন আয়োজনের দায়িত্ব ব্রাজিলের কাছ থেকে কেড়ে নিতে পারবেনা, সেটাও বুঝিয়ে দিয়েছেন ফিফা সেক্রেটারি, বলেছেন, ‘‘ কোনো দম্পতি চাইলেই বিবাহ বিচ্ছেদ করতে পারে, কিন্তু বিশ্বকাপ আয়োজকের সঙ্গে কখনো বিচ্ছেদ হয় না৷''

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য