1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকটে সাইপ্রাস

১৯ মার্চ ২০১৩

সাইপ্রাস আর্থিক সংকটে পড়ে বেলআউট চাইলেও সেই বোঝা চাপানোর চেষ্টা চলছে দেশের মানুষের উপর৷ ফলে বাড়ছে অসন্তোষ, দুশ্চিন্তায় পড়েছে সরকার ও সংসদ৷

https://p.dw.com/p/1807x
ছবি: Reuters

এর আগেও ইউরো এলাকার কিছু দেশ বেলআউট পেয়েছে৷ কিন্তু সাইপ্রাসকে ঘিরেই দেখা যাচ্ছে নানা সমস্যা৷ অতীতে গ্রিস বা অন্যান্য দেশগুলির জন্য আর্থিক সহায়তা নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছিল ঠিকই৷ ইউরো এলাকার ক্ষুদ্র দেশ সাইপ্রাসকে বেলআউট দেওয়া নিয়েও প্রথমে তেমন কোনো জটিলতা দেখা যায় নি৷ কিন্তু এই প্রথম বেলআউট-এর মূল্যের একটা অংশ মেটাতে হচ্ছে সংকটগ্রস্ত দেশের মানুষকে৷ প্রথমে স্থির হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কার্যত সব নাগরিকের কাছ থেকে ‘লেভি' আদায় করা হবে৷

Zypern Nikosia Bankautomaten
বেলআউট-এর মূল্যের একটা অংশ নাগরিকদের উপর চাপাতে চাইছে সাইপ্রাসছবি: Reuters

কিন্তু দেশজুড়ে মারাত্মক প্রতিবাদের পর ইউরোগ্রুপ কিছুটা নরম হয়েছে৷ স্থির হয়েছে, যাদের অ্যাকাউন্টে ১ লক্ষ ইউরোর কম অঙ্ক রয়েছে, তাদের কাছ থেকে কোনো কর নেওয়া হবে না৷ তবে ইউরোগ্রুপ সাইপ্রাসের সরকার ও সংসদের কাছে কর আদায়ের প্রক্রিয়া দ্রুত শুরু করার ডাক দিয়েছে৷ মোটকথা, দেশ হিসেবে সাইপ্রাস ছোট হলেও সে দেশের সংকটের প্রভাব ইউরো এলাকায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ বিশেষ করে আরেক সংকটগ্রস্ত দেশ গ্রিসের সঙ্গে সাইপ্রাসের অর্থনীতির নিবিড় সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা রয়েছে৷

সাইপ্রাসকে ঘিরে বর্তমান জটিলতার কারণে পুঁজিবাজার কিছুটা অশান্ত৷ চলতি সপ্তাহেই এই বিভ্রান্তি কেটে যাবে বলে বাজার আশা করছে৷ তবে পরিস্থিতি সামাল দিতে সাইপ্রাস সে দেশের ব্যাংক ও পুঁজিবাজার কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাদের সংযোগ আপাতত ছিন্ন রয়েছে৷

Bildergalerie Endlich Sommer
জার্মানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বিশাল মাত্রায় বেড়ে গেছেছবি: Getty Images

ইউরো এলাকায় নানা রকম অনিশ্চয়তা সত্ত্বেও জার্মানির অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে৷ জার্মানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বিশাল মাত্রায় বেড়ে গেছে৷ গত ৩ বছরে সূচক এই পর্যায়ে পৌঁছায় নি৷ অন্যদিকে ইউরো এলাকায় অর্থনীতিকে চাঙ্গা করতে বার্লিনে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়েছিলেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ ও ইউরোপীয় কমিশনের প্রধান বারোসো৷ মনে রাখতে হবে, ব্যয় সংকোচের পাশাপাশি ইউরোপে প্রবৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য সম্প্রতি নানা মহল থেকে চাপ বেড়ে চলেছে৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য