সংগীত সেবা চালু করতে পারে গুগল
৭ সেপ্টেম্বর ২০১০গুগলের ইঞ্জিনিয়ারিং কোরের ভাইস প্রেসিডেন্ট এন্ডি রবিন৷ ইতিমধ্যে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চমক দেখিয়েছেন তিনি৷ বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, আসন্ন শীতকালীন ছুটির সময়ে ‘গুগল মিউজিক' চালুর চেষ্টা করছেন রবিন৷ এজন্য গুগল যোগাযোগ শুরু করেছে বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে৷
এখন পর্যন্ত যা খবর, তাতে গুগল এই সংগীত সেবাকে জুড়ে দেবে তাদের সার্চ ইঞ্জিন এবং এন্ড্রয়েডের সঙ্গে৷ ফলে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত মোবাইল ফোনে সংগীত ডাউনলোড অনেক সহজ হবে৷ এমনকি লাইভ স্ট্রিমিংও করা যাবে এসব মোবাইলে৷
অবশ্য বর্তমানেও এন্ড্রয়েডের সঙ্গে অ্যামাজনের এমপিথ্রি শপ জুড়ে দেয়া আছে৷ কিন্তু এই সেবায় খুব একটা সন্তুষ্ট নয় এন্ড্রয়েড ব্যবহারকারীরা৷ তাছাড়া এটি কোনভাবেই আইটিউনসের সঙ্গে পাল্লা দিতে যথেষ্ট নয়৷
গুগল অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি৷ তবে গত বছর থেকেই সংগীত জগতের প্রতি আগ্রহ সংস্থাটির৷ সেবছর ইন্টারনেট সার্চ জায়ান্ট তাদের সেবায় যোগ করে সংগীত খোঁজার সুবিধা৷
এদিকে, অ্যাপল সম্প্রতি বাজারে এনেছে আইটিউনস ১০৷ সঙ্গে রয়েছে মিউজিক সামাজিক নেটওয়ার্ক ‘পিং'৷ তবে, অ্যাপল ভক্তরা কিন্তু এসবে খুব একটা সন্তুষ্ট নয় এবার৷ তাহলে, গুগল কী এই সুযোগটাই কাজে লাগাতে চলেছে?
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সাগর সরওয়ার