সংঘর্ষে নিহত পুলিশ সদস্য, রোববার সারাদেশে বিএনপির হরতাল
২৮ অক্টোবর ২০২৩শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল৷ মহাসমাবেশ চলার মধ্যেই কাকরাইলে প্রথমে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ বিকাল ৩টার দিকে নয়াপল্টন এলাকায় সাউন্ডগ্রেনেড, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয় পুলিশ৷ এর পর পল্টনের আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়৷
এই ঘটনার পর আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি৷ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে৷’’
যদিও এর আগে তিনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, শুধু ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি৷
শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ
বিএনপির মহাসমাবেশের দিন বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ' করে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না৷ আমরা শান্তি চাই৷ এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করব৷’’
বিএনপিকে ‘খুনি ও সন্ত্রাসীদের দল’ আখ্যায়িত করে কাদের বলেন, ‘‘তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷’’
সংঘর্ষে নিহত পুলিশ সদস্য
ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিনুল পারভেজ নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই খবর নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন৷ তার মাথায় আঘাত লেগেছিল৷ বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷
মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন বাচ্চু মিয়া৷
সংঘর্ষে নিহত পুলিশের সদস্যের ইউনিফর্মে থাকা নাম সম্বলিত ব্যাজটি ছিঁড়ে যায়৷ ফলে তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয়নি৷
পরে পুলিশ জানিয়েছে, নিহত কনস্টেবল আমিনুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন৷ তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে৷
বাস চালাবে পরিবহণ মালিকেরা
এদিকে, বিএনপির ডাকা হরতালের ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি৷ আজ শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে৷’’
টিএম/আরআর (দ্য ডেইলি স্টার)