শিশুদের রক্ষা করতে ব্যর্থ বিশ্ব
২৮ ডিসেম্বর ২০১৮জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ শুক্রবার জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের রক্ষায় আরো বেশি উদ্যোগ ও পদক্ষেপ নেয়া প্রয়োজন৷এ বছরটা এসব অঞ্চলের শিশুদের জন্য ভয়াবহ ছিল উল্লেখ করেছে তারা৷
সংগঠনটি বলছে, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধের শিকার লাখো শিশু৷ কয়েক লাখ শিশু মানবাধিকার লঙ্ঘনের শিকার৷ বেশিরভাগ সংঘাতপূর্ণ এলাকায় শিশুরা হামলার শিকার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে৷ অনেক শিশু পঙ্গু হয়ে গেছে, যুদ্ধে ব্যবহার মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক শিশুকে৷
ইউনিসেফ বলছে, ‘‘পুরো বছর ধরে বিশ্বের এসব সংঘাতপূর্ণ এলাকায় ভয়াবহ সহিংসতার মধ্যে বসবাস করছে শিশুরা৷ কিন্তু বিশ্ব সম্প্রদায় তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে৷ শুধু তাই নয়, এই সংঘাত যতদিন না বন্ধ করা যাবে, ততই পরিস্থিতি আরো ভয়াবহ হবে৷ তাই অবিলম্বে এই শিশুদের রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে৷''
২০১৮ সালের প্রথম ৯ মাসে আফগানিস্তানে নিহত হয়েছে ৫ হাজার শিশু৷ সিরিয়া, ইয়েমেন, কঙ্গো, দক্ষিণ সুদান, মিয়ানমার, নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং সোমালিয়ায় শিশুদের ধর্ষণ, জোরপূর্বক বিয়ে এবং অপহরণের ঘটনা ঘটেছে৷ সোমালিয়ায় ১৮০০ শিশুকে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে৷ কঙ্গোতে ঐতিহাসিক নির্বাচনের আগে ৪২ লাখ শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছিল৷ এছাড়া বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্কুল ও হাসপাতালে হামলায় আহত ও নিহত হয়েছে শিশুরা৷
ইউনিসেফ বিবৃতিতে বলছে, ‘‘সংঘাতে জড়িত পক্ষগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে৷ নইলে আগামী বছরগুলোতে কেবল এই শিশুরাই নয়, তাদের পরিবারগুলোও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে৷''
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)