সংলাপ শেষ ১৭ জানুয়ারি, তারপর ‘সার্চ কমিটি' গঠন
১০ জানুয়ারি ২০২২ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আলোচনা শেষ হওয়ার পর ‘সার্চ কমিটি' গঠন করা হবে৷ নতুন ইসি গঠনের জন্য এই কমিটি রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে৷ রাষ্ট্রপতি সেই প্রস্তাব থেকে বেছে নিয়ে পাঁচ বছরের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন ৷ আর সেই কমিশনের অধীনেই ২০২৩ সালের শেষে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৷
গত ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বঙ্গভবনে এবারের সংলাপ শুরু হয় ৷ আগামী ১৭ জানুয়ারি বিকেল ৪টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার সূচি রেখেছে বঙ্গভবন ৷ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সেদিন বঙ্গভবনে যাবে৷
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘১৭ জানুয়ারিই রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা শেষ হবে ৷ এরপর সার্চ কমিটি গঠন করে দেওয়া
হবে ৷”এবার সার্চ কমিটি কারা থাকছেন জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘‘রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবে, সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে ৷’’
বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, এবার সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া গতবারের মতই হতে পারে ৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারককে আহ্বায়ক করে এই কমিটিত হাই কোর্ট বিভাগের একজন বিচারক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) থাকতে পারেন ৷ এছাড়া কমিটিতে দুইজন বিশিষ্ট নাগরিকও থাকবেন , তাদের একজন নারী৷
সংলাপের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরেক কর্মকর্তা বলেন, ‘‘এবার সংলাপ শেষ হওয়ার পরপরই সার্চ কমিটি গঠন করা হতে পারে, কারণ বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিশন গঠন করতে হবে৷ তাছাড়া সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইসির জন্য নাম চাইতে পারে, তাদের নিজেদেরও বৈঠক করতে হবে৷’’
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশন হবে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনারকে নিয়ে ৷ এ বিষয়ে প্রণীত আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন ৷
স্বাধীনতার পর ৫০ বছরেও কোনো সরকার এ সংক্রান্ত আইন করেনি ফলে প্রতিবারই ইসি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতভেদ তৈরি হয় ৷ গত দুই বারের মত এবারও সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন ৷ সংলাপে এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন ৷ বিএনপি আগের সংলাপগুলোতে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি৷ এছাড়া সিপিবি, বাসদ, জেএসডিসহ আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে ৷ সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ দলই ইসি গঠনে সংবিধানের নির্দেশনা অনুযায়ী আইনের কথা বলেছেন৷ কেউ কেউ নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গও তুলেছেন৷
গত দুই কমিশনে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়৷ পাঁচ বছরের জন্য নিয়োগ পাওয়া এই ব্যক্তিদের সবার ক্ষমতা সমান হলেও সমন্বয়ের জন্য একজনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়৷
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং এর মধ্যেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)