সংসদে ফিরছে বিএনপি
৩ মার্চ ২০১২৯ম জাতীয় সংসদের এখন একাদশ অধিবেশন চলছে৷ এই অধিবেশন শেষ হবে ৮ই মার্চ ৷ টানা ৩টি অধিবেশন বর্জনের পর সংসদের এই অধিবেশনেই বিএনপি যোগ দিতে পারে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানিয়েছেন, সংসদে যোগ দেয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন৷ আর চলতি অধিবেশনেই তারা যোগ দিতে পারেন৷
ব্যারিস্টার মওদুদ জানান সংসদে যোগ দেয়ার পর আর তারা সংসদ বর্জন করবেন না৷ তিনি বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে যুক্তি তুলে ধরবেন৷ বিরোধী দল সংসদে দাবী তোলার পাশাপাশি রাজপথের আন্দোলন চালিয়ে যাবে৷
৯ম জাতীয় সংসদে ৩ বছরে ১১টি অধিবেশনে মোট ২৫৪দিন সংসদ বসেছে ৷ এর মধ্যে বিরোধী দল বিএনপি ২০০ দিনই অনুপস্থিত ছিল৷ খালেদা জিয়া উপন্থিত ছিলেন ৬ দিন৷ আর সংসদের ৯ম, ১০ম এবং একাদশ অধিবেশন তারা টানা বর্জন করেছেন৷ তাদের টানা অনুপস্থিতি দাড়িয়েছে ৪৭ দিন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী