সংসদে বিএনপি
২৪ ফেব্রুয়ারি ২০১২ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের কথা বলার পর দিন শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমেই তারা সমস্যার সমাধান চান৷ তবে সরকারকে ঘোষণা করতে হবে, আগামী নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে হবেনা৷ তিনি জানান. তারা আর সংসদের বাইরে থাকবেন না৷ এমাসেই তারা সংসদ অধিবেশনে যোগ দিতে পারেন৷
আর ক্ষমতাসীন মহাজোট সরকারের অংশীদার ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ কান মেনন এমপি মনে করেন, নির্বাচন হতে হবে অন্তর্বতী সরকারের অধীনে৷ সেই সরকার কেমন হবে তা সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে এখনই ঠিক করা উচিত৷ তা নাহলে রাজনৈতিক সঙ্কট বাড়বে৷ এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে৷
তবে মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এমপি মনে করেন, এনিয়ে আলোচনার সময় এখনো আসেনি৷ তিনি মনে করেন, এই সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচনের সময় এ নিয়ে আলোচনা হবে৷ তখনই ঠিক করা হবে সংবিধান মেনে কীভাবে নির্বাচন করা যায়৷
এই ৩ নেতাই মনে করেন আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে৷ তবে কবে হবে সেই আলাপ আলোচনা তা নিয়েই এখন নানা মত৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন