সকলেই চায় ভূমিকম্পের শিশুকে
১০ ফেব্রুয়ারি ২০২৩এও এক মিরাকেল। সোমবার ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার জিনদায়েরিস শহরে উদ্ধার হয়েছিল এক শিশুকন্যা। একটি ধ্বংসস্তূপ থেকে তাকে যখন উদ্ধার করা হয়, তখনো তার মায়ের আমবিলিকাল কর্ড তার শরীরের সঙ্গে যুক্ত। উদ্ধারকারীরা যখন তাকে পায়, তখন ওইশিশুর গোটা দেহ নিথর। পাশেই ছিল তার বাবা এবং মায়ের মৃতদেহ। উদ্ধারকারীরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, শিশুটি বেঁচে আছে।
বৃহস্পতিবার সিরিয়ার সরকার জানিয়েছে, শিশুটির অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে।
এদিকে ওই শিশুকে উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু মানুষ ওই শিশুটিকে দত্তক নিতে চেয়েছেন। এক কুয়েতি টেলিভিশনের অ্যাঙ্কর শো চলাকালীনই জানিয়ে দেন, আইনানুগ সমস্যা না থাকলে ওই শিশুটিকে তিনি নিতে চান। সিরিয়ার সরকার অবশ্য জানিয়েছে, আপাতত শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলাই প্রথম কাজ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত অন্তত কয়েক হাজার আবেদন পেয়েছেন তারা। সকলেই ওই শিশুকে দত্তক নিতে চান।
তুরস্কের পাশাপাশি সিরিয়াও ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত তিনহাজার মানুষের মৃত্যু হয়েছে। তুরস্কের চেয়ে সিরিয়ায় উদ্ধার কাজে বেশি সময় লাগছে বলেও বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য।
এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি)