1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু

১৮ মার্চ ২০১২

রাজনীতিবিদরা যদি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতেন তাহলে এখনকার রাজনৈতিক সঙ্কট কেটে যেত৷ তিনি ছিলেন উদার গণতন্ত্রী এবং পরমতের প্রতি শ্রদ্ধাশীল৷

https://p.dw.com/p/14MJn
ছবি: Public domain

কিন্তু এখনকার রাজনীতিবিদরা পরমত সহ্য করতে পারেন না৷ তাদের মধ্যে সত্যিকারের গণতান্ত্রিক চেতনার অভাব৷ এ'মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের৷ তিনি বলেন দুটি বড় রাজনৈতিক দলের একটি বঙ্গবন্ধুকে ব্যবহারের চেষ্টা করে কিন্তু তার দেখানো পথ অনুসরণ করে না৷ আর আরেকটি দল বঙ্গবন্ধুকে হেয় করার চেষ্টায় লিপ্ত৷

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে যৌবনে কমনওয়েলথ বৃত্তির জন্য নির্বাচন করেছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন বঙ্গবন্ধু তার বিরোধীদেরও সম্মান করতেন৷ তাদের মতামতকে গুরুত্ব দিতেন৷ এমনকি মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ নেতা খান এ সবুর গ্রেফতার হলে জেলখানায় তার যাতে কোন অসুবিধা না হয় সে ব্যাপারেও সচেতন ছিলেন উদারচেতা বঙ্গবন্ধু৷

তিনি বলেন দেশে এখন যে রাজনৈতিক সঙ্কট চলছে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করলে এই সঙ্কট থাকতো না৷ তিনি বলেন একটি দল বঙ্গবন্ধুকে ব্যবহার করে, তাকে নিয়ে ব্যবসা করে৷ তার আদর্শ অনুসরণ করে না৷ আরেকটি দল বঙ্গবন্ধুকে হেয় করার যতরকম অপচেষ্টা আছে তা করে যাচ্ছে৷

তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সব রাজনৈতিক দল ও নেতাকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে৷ বঙ্গবন্ধু ছিলেন সবার উপরে মানুষ৷ রাজনীতিবিদদেরও শেষ পর্যন্ত মানুষই হতে হবে৷

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু বিদেশী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, তাঁর সবচেয়ে বড় দোষ তিনি বাংলার মানুষকে ভালবাসেন৷ আসলে এটিই তার সবচেয়ে বড় গুণ৷ বঙ্গবন্ধুর হৃদয়ে ছিল বাংলা আর বাংলার মানুষ৷ আর এখনকার রাজনীতিবদরা যদি সেই গুণটি অর্জন করতে পারেন তাহলে দেশের অনেক সঙ্কটই কেটে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য