সময়কে কাজে লাগাতে হবে
৩০ জুন ২০১৩শাস্তি নয়, জিএসপি সুবিধা স্থগিত করে বাংলাদেশকে শ্রম পরিবেশ উন্নয়নে একটি সুযোগ দেয়া হয়েছে বলে জিএসপি স্থগিতের একদিন পর জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান৷ সেই সঙ্গে শ্রম পরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে বলেও জানান তিনি৷
বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদও মনে করেন তাই৷ তাঁর মতে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিক এবং সরকারে উচিত এখন সময়কে কাজে লাগান৷ যে প্রক্রিয়া সরকার এবং গার্মেন্টস মালিকরা শুরু করেছেন, তা অব্যাহত থাকলে শ্রমিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত হবে৷
তিনি মনে করেন, আর তা নিশ্চিত করা গেলে যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করবে৷ তখন বাংলাদেশের পোশাক শিল্প আরো এক ধাপ এগিয়ে যাবে৷
নাজনীন বলেন, ক্রেতাদের সঙ্গেও কথা বলতে হবে বাংলাদেশের পোশাক মালিকদের৷ কারণ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে ইউরোপ এবং অন্যান্য যে সব দেশ বাংলাদেশকে তৈরি পোশাকে জিএসপি সুবিধা দেয় তারা তা বাতিল করলে সেখানে পোশাকের দাম বেড়ে যাবে৷ সেখানকার ভোক্তারা বাড়তি দামে পোশাক কিনতে পারবেন কিনা সেটা তখন বড় প্রশ্ন হয়ে দেখা দেবে৷ তাই ক্রেতাদের সহায়তা নিয়ে বাংলাদেশের পোশাক কারখানার অবস্থার উন্নতি করতে হবে৷ সেখানে মুনাফা ছাড় দেয়ার প্রশ্নও উঠবে৷ এই ছাড় শুধু বাংলাদেশের গার্মেন্টস মালিকরা নয় বিদেশি ক্রেতাদেরও দিতে হবে৷ কম দামে পোশাক চাইলে লাভও কম করতে হবে৷
বাংলাদেশে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করে৷ বছরে গড়ে বাংলাদেশ পোশাক রপ্তানির মাধ্যমে আয় করে ২২ থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলার৷ জিডিপিতে তৈরি পোশাকের অবদান শতকরা ১০ ভাগ৷ আর গবেষণায় দেখা গেছে পোশাক খাতে কাজের পরিবেশ, নিরাপত্তা নিশ্চিত করতে বছরে খরচ হয় ৩ বিলিয়ন মার্কিন ডলার৷
ড. নাজনীন আহমেদ বলেন, ‘‘পোশাক কারখানার মালিকরা মাত্র এক বছর তাদের মুনাফা আংশিক ছাড় দিলেই পোশাক কারখানার চোহারা বদলে যাবে৷''
তিনি জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মান সম্পন্ন অনেক পোশাক কারাখানা আছে৷ আর সেই কারখানাগুলো ব্যবসাও ভাল করে৷ মালিকরা এই বিষয়টি মাথায় রাখলেই বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত ভাল কারখানাই টিকে থাকে৷ এর জন্য প্রয়োজন মুনাফা কম করে শ্রমিকদের নিয়মিত বেতন বোনাস দেয়া৷ তাদের সঙ্গে ভাল আচরণ করা৷
ড. নাজনীন মনে করেন, বাংলাদেশ শেষ পর্যন্ত পোশাক শিল্পের এই সংকট কাটিয়ে উঠতে পারবে৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ সব শর্ত পূরণ করেই সবচেয়ে কমদামে পোশাক সরবরাহ করতে পারবে৷ আর কারুর পক্ষে তা সম্ভব হবেনা৷ তবে সময়ের কাজ সময়ে করতে হবে৷ আর এখনই সময় পোশাক শিল্পের কর্ম পরিবেশ উন্নয়নের৷