সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক হাবীব
১৯ জানুয়ারি ২০২২হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের কাছে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনা ঘটে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাতিরঝিল থানার এসআই এনামুল হক বলেন, ‘‘তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা খেলে তিনি সড়কে আছড়ে পড়েন৷ পরে মাজদার রহমান নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷’’ রাত চারটার দিকে চিকিৎসকরা হাবীবকে মৃত ঘোষণা করেন বলে হাতিরঝিল থানাকে জানানো হয়েছে৷ হাবীবের সাথে সময়ের আলো পত্রিকার পরিচয়পত্র ছিল৷
মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী হাবীবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়াও জানান৷ হাবীবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও বন্ধুরা৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০১৩ সালে মাস্টার্স শেষ করা হাবীব এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন৷ রাজনীতি ও আওয়ামী লীগ বিটেই শুরু তার সাংবাদিকতা৷
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেশ কয়েকবার নির্বাচন করেন হাবীব৷ প্রথম কার্যনির্বাহী সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন৷
মিশুক স্বভাবের হাবীব আড্ডায়, কাজে বন্ধু-বান্ধব আর সহকর্মীদের নিয়ে চারপাশ মাতিয়ে রাখত বলে জানান তার এক সহপাঠী৷ সাংবাদিক হাবীব রহমান দুই বছরের একটি ছেলে রেখে গেছেন৷
এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)