সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ
৭ জুন ২০১২পাকিস্তানে একের পর এক ড্রোন হামলা কি পাকিস্তান-অ্যামেরিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে?
গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে হত্যা করা হয় আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে৷ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা বিশ্ব কতদূর এগিয়ে গেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান ড. আকমল হোসেন এ প্রসঙ্গে বললেন, ‘‘আমরা এটাকে এক ধরণের অগ্রগতি হিসেবে দেখতে পারি আবার বলা যেতে পারে যে লড়াইটি এখনো অব্যাহত আছে৷ কিন্তু এই যে লড়াই, এই লড়াই-এর ফলে বলা যেতে পারে যে বিশ্বজুড়ে যেখানে ইসলামি জঙ্গিদের কার্যকলাপ আগে লক্ষ্য করা যেত এখন আর তা আগের মতো নেই৷ কিন্তু যে আফগানিস্তানকে কেন্দ্র করে এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল, অর্থাৎ এক সময় আল-কায়েদা যেখানে তার বিশাল প্রভাব সৃষ্টি করেছিল, সেই আফগানিস্তানে দেখা যাচ্ছে যে তালেবানরা এখনো সক্রিয় আছে৷
তালেবানদের সঙ্গে মার্কিনদের যে আলোচনার সূত্রপাত হয়েছিল খুব সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে সেই আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে৷ তালেবানরা তাদের শক্তির পরিচয় মাঝেমধ্যেই দিচ্ছে৷ তাই বলা যেতে পারে যে এই লড়াইয়ে অগ্রগতি হচ্ছে কিন্তু তাতে পাশ্চাত্য দেশগুলো যে জয়ী হচ্ছে তা আমি বলবো না৷''
সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন