সব দল ভালো খেলবে - প্রত্যয় বিশ্বকাপ আসরের ১৪ অধিনায়কের
১৮ ফেব্রুয়ারি ২০১১সাংবাদিক সম্মেলনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং তাঁর সূচনা বক্তব্যে বলেন, ‘এই উপমহাদেশে আমাদের রেকর্ড ভালো৷ এজন্য আমরা ইতিবাচক মনোভাব নিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর অপেক্ষায় আছি৷' তিনি বলেন, ‘আশা করি টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়াকে ভাল অবস্থানে দেখা যাবে৷'
তাঁর মতে, এবারের বিশ্বকাপে ভারত দল হিসেবে ভাল খেলছে৷ একই অবস্থায় দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকাকেও৷ একদিনের ম্যাচে তাদের রেকর্ড খুবই ভাল৷ তবে তিনি স্বীকার করে বলেন, ‘এটা ঠিক, বর্তমান অস্ট্রেলিয়া দল আগের দলের মত তেমন অভিজ্ঞ নয়৷ তবে বিগত দুই তিন বছর ধরেই দলটি সুসংঘবদ্ধ আছে৷ দলে বেশ কয়েক জন তরুণ মেধাবী ক্রিকেটার রয়েছে৷' তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ‘নিজেদের মাঠে খেলবে বাংলাদেশ৷ তাই বাংলাদেশকে নিয়ে বাড়তি চাপ থাকবেই৷'
উপমহাদেশের সবগুলো দলের পক্ষ থেকে সব দলকেই স্বাগত জানিয়ে ভারতীয় অধিনায়ক মহিন্দর সিং ধোনি বলেন, ‘যেহেতু এটি মেগা ইভেন্ট, আশা করি আগামী ৩৫ থেকে ৪৫টি দিন যাবে উত্তেজনাময়৷' তিনি বলেন, ‘জিতলে হিরো, হারলে জিরো' - এটা ভারতীয় দলের জন্য স্বাভাবিক একটা ব্যাপার৷ তাই এটা নিয়ে বাড়তি চাপে থাকার কোন কারণ নেই৷
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, প্রথম ম্যাচের জন্য আলাদা কোন পরিকল্পনা করেননি তারা৷ পুরো টুর্নামেন্ট নিয়েই তাদের পরিকল্পনা৷ তিনি বলেন, ‘গত দুই তিন সপ্তাহ ধরে আমরা ভাল প্রস্তুতি নিয়েছি৷ এজন্য আমরা দারুণ আত্মবিশ্বাসী৷'
ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রস বলেন, অস্ট্রেলিয়ার মতই আবহাওয়া ও মাঠের অবস্থা নিয়ে সমস্যায় ভুগছেন তারা৷ তবে ইংলিশ খেলোয়াড়রা খুব দ্রুতই এই অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে বলেই বিশ্বাস তাঁর৷
লংকান দলপতি কুমার সাঙ্গাকারা বলেন, ‘এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল নিয়েই ভাবছি৷ বাকীটা পরেই পরিকল্পনা করা হবে৷' তিনি বলেন, কোয়ার্টার ফাইনালের পর আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারলেই ফাইনালে পৌঁছানো সম্ভব হবে তাদের৷ এজন্য কোয়ার্টার ফাইনাল থেকে ধারাবাহিকতা রক্ষা করতে পারাটাই গুরুত্বপূর্ণ৷
পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি নিজেদের দেশে খেলা অনুষ্ঠিত না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘নিজেদের মাটি বলতে কিছু নেই৷ গোটা উপমহাদেশটাই আমাদের নিজেদের মাটি৷ এখানকার যে কোন দেশে খেলতে পারাটাই আমাদের জন্য নিজেদের মাঠে খেলার মত মনে হবে৷'
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী