সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
১৬ মার্চ ২০২০শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
আগামী ১ এপ্রিল থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার কথা৷ তার আগেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "সতর্কতমূলক পদক্ষেপ হিসেবে মন্ত্রিসভার বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে বাড়িতে থাকে তা সবাইকে নিশ্চিত করতে হবে।”
এদিকে, করোনা ভাইরাস নিয়ে চলমান শঙ্কায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে৷ পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে এই মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।
স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই দুই দেশের বোর্ড শিগগিরই আলোচনা করে নতুন তারিখ ঠিক করবে বলেও জানিয়েছে পিসিবি।
বাংলাদেশে এখন পর্যন্ত আট জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়ছে বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এসএনএল/কেএম