সমকামীদের বিয়ের প্রতিবাদে আন্দোলন
১৪ জানুয়ারি ২০১৩ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক লাখ মানুষ রবিবার প্যারিসের আইফেল টাওয়ারের কাছে সমবেত হন৷ উদ্দেশ্যে, ফ্রান্সে আগামী জুন নাগাদ বৈধ হতে যাওয়া সমকামীদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো৷ আয়োজকরা জানিয়েছেন, এই বিয়ের বিরুদ্ধে সমবেত হন আট লাখ মানুষ৷ তবে পুলিশ বলছে, প্রতিবাদকারীর সংখ্যা তিন লাখ চল্লিশ হাজার৷
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ গত বছর তাঁর নির্বাচনী প্রচারণার সময় সমলিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টি বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ তবে ‘সবার জন্য বিয়ে' শীর্ষক এই বিল এখন প্রত্যাশ্যার চেয়ে অনেক বেশি বাধার সম্মুখিন হচ্ছে৷
অ্যাক্টিভিস্টরা সমলিঙ্গের বিয়ের প্রতিবাদ জানাতে ফ্রান্সের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পাঁচটি দ্রুতগতির ট্রেনে এবং নয়শোটি বাসে করে প্রতিবাদকারীদের প্যারিসে নিয়ে আসেন৷ প্রতিবাদকারীদের মধ্যে ক্যাথলিক পুরোহিত থেকে শুরু করে গির্জাগামী পরিবার, রক্ষণশীল রাজনীতিবিদ, মুসলমান, ধর্ম প্রচারক, এমনকি সমকামীরাও রয়েছেন৷
এই প্রতিবাদের আয়োজকরা জানিয়েছেন, তাঁরা সমকামীদের বিরোধীতা করছেন না, তাঁদের আপত্তি শুধু বিয়ের বিষয়ে৷ প্রতিবাদ সমাবেশে ব্যানার প্রদর্শনের ক্ষেত্রেও এই বিষয়টা মাথায় রেখেছেন আয়োজকরা৷ তাই শুধুমাত্র বাছাইকৃত বক্তব্য, যা সমকামীদের বিয়ের বিরুদ্ধে, কিন্তু সমকামীদের বিরুদ্ধে নয়, সেসব প্রদর্শণ করা হয়েছে৷
উল্লেখ্য, সমলিঙ্গের বিয়ের বিষয়টি বৈধ করার ঘোষণা প্রদান করলেও এ সংক্রান্ত পাবলিক ডিবেটে অংশ নেননি ওলঁদ৷ এতে করে আরো ক্ষিপ্ত হন এই বিয়ের বিরোধীরা৷ এমনকি দেশটির দু'হাজার মেয়র এই বিধির প্রতিবাদে এক পিটিশনে স্বাক্ষর করেছেন৷ তাঁরা তাঁদের নগরে সমকামীদের বিয়ে চান না৷
এখন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে সমকামীদের বিয়ে বৈধ করা হয়েছে৷ এসব দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতেও সমকামীদের বিয়ে বৈধ৷
এদিকে, সর্বশেষ এক জরিপে দেখা গেছে ফ্রান্সে সমকামীদের বিয়ের পক্ষে জনসমর্থন গত কিছুদিনে দশ পয়েন্টের মতো কমে ৫৫ শতাংশের নীচে চলে গেছে৷ জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও কম মানুষ পুরুষ সমকামীদেরকে সন্তান দত্তক নেওয়ার অধিকার প্রদানের পক্ষে৷ আর আইন প্রণেতারা চাপের কারণে মেয়ে সমকামীদের কৃত্রিম উপায়ে গর্ভধারণ বৈধ করার পরিকল্পনা থেকে সরে এসেছেন৷
এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)