‘সরকারকে ঠিকমতো চালানোর জন্য শক্তিশালী বিরোধী দল দরকার'
১৫ জানুয়ারি ২০২১ডয়চে ভেলের সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এসে তিনি এই মত প্রকাশ করেন৷ দেশের সাংবাদিকতা ঠিকঠাক চলছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রভাষ আমিন বলেন, ‘‘একদমই ঠিকঠাক চলছে না৷ তবে গুণগত পরিবর্তন আসবে৷ সাংবাদিকদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভোট দেয়ার ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যখন তিনি কলম হাতে নিবেন তখন তার চোখ, কান খোলা রাখতে হবে৷ সবার ভুল ভ্রান্তি ধরা পড়তে হবে৷ কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য সাংবাদিকের থাকবে না৷’’
তিনি মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা হলো শক্ত বিরোধী দল না থাকা৷ ‘‘সরকারকে ঠিকমতো চালানোর জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার৷ মাঠে যখন শক্তিশালী বিরোধী দল থাকবে তখন সাংবাদিকতা আরো অনেক ভালো হবে৷ সাংবাদিকতাও একপাক্ষিক হয়ে গেছে৷ কারণ আরেক পক্ষও একদমই ভারসাম্যহীন হয়ে গেছে,’’ বলেন তিনি৷
আলোচনায় অংশ নেয়া সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এক প্রশ্নের জবাবে বলেন, লেখালেখির জন্য বিএনপিতে তিনি জায়গা পেয়েছেন৷ তারা বুঝেশুনেই তাকে দলে নিয়েছে৷ বিএনপির আদর্শগত জনপ্রিয়তা দলটির জন্য সবচেয়ে শক্তিশালী দিক বলে মনে করেন তিনি৷ তার মতে, ‘‘আওয়ামী লীগের যেসব মানুষ দলটির উপর বিরক্ত তারা যখন প্লাটফর্ম খুঁজবে তখন তারা বিএনপিকেই খুঁজবে৷ বিএনপির নিজস্ব ভোটের বাইরে আওয়ামী লীগের ভোট রয়েছে, এটাই তার সবচেয়ে বড় সুবিধা৷’’
অন্যদিকে দলটির সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তিনি বলেন, ‘‘বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক৷ তিনি মামলায় কনভিক্টেড, তার বাইরে সিদ্ধান্ত নেয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই৷ তারেক রহমান দেশের বাইরে৷ লন্ডনে থেকে দেশের মাঠে ময়দানের রাজনীতির নিয়ন্ত্রণ সত্যিকারের দুরূহ ব্যাপার৷ কাজেই এখানে নির্দেশনায় ঘাটতি তৈরি হচ্ছে৷’’
এফএস/জেডএইচ