1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের আর্থিক নীতি নিয়ে খালেদার সমালোচনা

২ ডিসেম্বর ২০১১

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে৷ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/13KsB
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দেশের অর্থনীতি এখন ধ্বংসের মুখে৷ এই সরকার দেশের মানুষের জন্য হাহাকার ছাড়া আর কিছুই রেখে যাবেনা৷ তিনি বলেন, সরকার শেয়ার বাজার ধ্বংস করে আবার সেখানে কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিয়েছে৷ এর উদ্দেশ্য হল দুর্নীতির টাকা বৈধ করা৷

বেগম খালেদা জিয়া বলেন, সরকার ব্যাংকগুলো থেকে টাকা ধার করে দেশ চালাচ্ছে৷ সাধারণ মানুষকে ঋণ দেয়ার মত কোন টাকা ব্যাংকের হাতে নেই৷ তিনি বলেন, দেশে কর্মসংস্থানের কোন সুযোগ সৃষ্টি হচ্ছেনা৷ বিদেশি বিনিয়োগ আসছেনা৷ আর কমে গেছে বিদেশে চাকরির সুযোগ৷ ফলে রেমিটেন্স প্রবাহ কমে গেছে৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সম্মেলনে বলেছেন, তার সরকার তরুণ সমাজকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছে৷ এতে দেশ যেমন এগিয়ে যাবে তেমনি বাংলাদেশের তরুণরা বিদেশে চাকরি পাবে৷ তার সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷

ঢাকায় ৩ দিনের আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সম্মেলনে বিশ্বের ৩৬ টি দেশের তথ্য প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন৷ বৃহস্পতিবার এ সম্মেলন শুরু হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য