সরস্বতী পুজোর আগের দিনে ভীড় নেই বইমেলায়
৩০ জানুয়ারি ২০০৯বিজ্ঞাপন
শুক্রবার সন্ধ্যা - অথচ কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রবেশ দ্বারগুলিতে তেমন ভীড় নেই৷ ভাবতে পারছেন ? ভাবতে পারছেন অন্যান্য স্টল তো বটেই, এমনকি আনন্দ পাবলিশার্সের সামনেও কোন লাইন নেই ? ভাবতে পারছেন এক নিমিষেই সেখানে ঢুকে, বই কিনে আবার চলে আসা যায় ?
অভাবনীয় হলেও, এটাই কিন্তু সত্য৷ থিম দেশ স্কটল্যান্ডের প্যাভেলিয়ান, ল্যাটিন আমেরিকা, রুমানিয়া, যুক্তরাষ্ট্র, মিত্র ঘোষ, আনন্দের – সবগুলি স্টলই প্রায় জনমানব বিহীন৷ কি কারণ থেকে থাকতে পারে এর পিছনে ? বিয়ের বাজার, মাসের শেষ না সরস্বতী পুজো ? ডয়েচে ভেলের মাইক্রোফোন হাতে মহানগরীর পুস্তকপ্রেমীদের জিজ্ঞাসা করেছেন দেবারতি গুহ৷