সাগর-রুনি হত্যাকাণ্ড
১১ সেপ্টেম্বর ২০১২গত ৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনিকে গ্রেফতারে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো৷ মঙ্গলবার তাদের সম্মেলন৷ তার আগে এই কর্মসূচি অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান৷ তার এই অবস্থানকে গোটা সাংবাদিক সমাজের বিরুদ্ধে বলে মন্তব্য করলেন বার্তা টোয়েন্টিফোর সম্পাদক সরদার ফরিদ আহমদ৷ মিডিয়ার মালিক যখন মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নেন তখন সাংবাদিকরা কিছুটা আতঙ্কিত হন৷ কারণ ধরে নেওয়া হয় মিডিয়ার মালিকরা স্বাধীন মতপ্রকাশের পক্ষে৷ অন্যদিকে এটিএন বাংলার চেয়ারম্যান সাংবাদিকদের এই আন্দোলনকে ব্যক্তিগতভাবে নিয়েছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন, বলেন সাংবাদিক ফরিদ আহমদ৷
এদিকে সাংবাদিকদের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির যে আবেদন করা হয়েছিলো সোমবার সেটা খারিজও করে দিয়েছেন আদালত৷ তবে সাংবাদিক নেতৃবৃন্দকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই অবস্থায় সাংবাদিকদের আন্দোলন কি মাহফুজ বিরোধী আন্দোলনে পরিণত হওয়ার কোন সম্ভাবনা রয়েছে? প্রশ্নটির জবাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ বলেন, ‘‘তেমন কোন সম্ভাবনা দেখছি না৷ অন্তত সাংবাদিক নেতৃবৃন্দ এই আন্দোলন করছেন সাগর রুনির হত্যার বিচারের দাবিতে৷''
সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য সরকারের অনাগ্রহকে দায়ী করে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে সরকার চাইলে এই ঘটনার বিচার হতো৷ এছাড়া এই ঘটনার তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যে প্রভাবশালী মহলের চাপের মধ্যে রয়েছে তা অনেক সময় প্রকাশিত হয়েছে, মন্তব্য সাংবাদিক ফরিদ আহমদের৷
সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন