সাগর-রুনি হত্যা
২৩ ডিসেম্বর ২০১২সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের প্রায় এক বছর হতে চলল৷ কিন্তু এখনও হত্যাকাণ্ডের কোন বিচার হয়নি৷ প্রকৃত দোষীদেরও আটক করা হয়নি৷ .ব্যাব, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রী এই বিচার নিয়ে তামাশা করছেন৷ রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে এসব কথা বলেন সাংবাদিক নেতারা৷ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে ধর্মঘট, সংবাদ পরিবেশন বন্ধ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারী সাংবাদিক নেতারা৷
সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের আয়োজনে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই অনশন কর্মসূচি শুরু হয়৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুটি অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন৷
বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যার প্রকৃত অপরাধীরা এখনো গ্রেপ্তার হয়নি৷ যারা তাদের হত্যা করেছে, তাদের নাম দ্রুত প্রকাশ, গ্রেপ্তার ও বিচার করতে হবে৷ তদন্তের নামে যে দীর্ঘসূত্রতা চলছে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না৷ খুনিদের আড়ালের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এই সাংবাদিক নেতা৷ তিনি বলেন, যতদিন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হবে, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা না হবে, ততদিন সাংবাদিকরা আন্দোলন করে যাবে৷
বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, সরকার সাংবাদিক দম্পতি হত্যার তদন্তের নামে টালবাহানা ও সময়ক্ষেপণ করছে৷ পুলিশ-.ব্যাব হত্যাকারীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রীসহ সবাই সাংবাদিকদের সঙ্গে তামাশা করছেন৷ এ হত্যার বিচার না হলে গণমাধ্যম মুক্ত হবে না৷
প্রসঙ্গত, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় খুন হন৷ গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন আটজনকে শনাক্ত করা হয়েছে৷ সাগর-রুনি হত্যকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সাংবাদিক সংগঠনগুলো৷