1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরের বাতাসে দূষণ পরিমাপে সহায়তা করছে প্রমোদতরী

১৩ ফেব্রুয়ারি ২০১৮

প্রমোদতরীতে ঘুরতে কার না ভালো লাগে! কিন্তু এর ফলে সাগরের বাতাস দূষিত হয়৷ ইউরোপের বিজ্ঞানীরা এর সমাধানে গবেষণা করছেন৷ আর সে কাজে সাহায্য করছে একটি প্রমোদতরী৷

https://p.dw.com/p/2sa03
Harmony of the seas
ছবি: picture-alliance/dpa/F.Dubray

বিজ্ঞানী ইয়েন্স ইয়রথ বলেন, ‘‘ভূমধ্যসাগরের বাতাসে দূষণের মাত্রা অনেক বেশি৷ কিন্তু এক্ষেত্রে পর্যাপ্ত তথ্যের অভাব আছে৷ আমাদের তা জানতে হবে৷ এই জাহাজ আমাদের সেই কাজে সহায়তা করে৷ কারণ, এটি সাগরের একটা বিশাল অংশে যাতায়াত করে, বিশেষ করে বিভিন্ন উপকূলীয় এলাকায়, যেখানে দূষণ সমস্যা আছে৷''

সাগরের পরিবেশে বায়ু দূষণের মাত্রা পরিমাপ করতে বাহন প্রয়োজন৷ কিন্তু এর জন্য পুরো একটি জাহাজ ভাড়া করা ব্যয়সাপেক্ষ৷ তাই ইউরোপীয় কমিশনের বিজ্ঞানীরা বিনামূল্যে বাণিজ্যিক একটি জাহাজের কেবিন চেয়েছিলেন এবং তাঁরা সেটা পেয়েছেন৷ ইয়রথ জানান, ‘‘২০০৬ সাল থেকে আমরা এভাবে তথ্য সংগ্রহ করছি৷ সবসময় আমরা একই সাগরে এবং কমবেশি একই রুট অনুসরণ করছি৷ এসব তথ্য বিশ্লেষণ করে আমরা বছরের পর বছর যে পরিবর্তন হচ্ছে, তা বুঝতে পারি৷''

বড় শহর, সেখানকার সড়কে চলা যানবাহন আর জাহাজ থেকে সাগরের বায়ু দূষিত হয়৷ বিজ্ঞানীরা অবশ্য জাহাজে থাকেন না৷ তাঁরা শুধু মাঝেমধ্যে যন্ত্রপাতি ঠিক আছে কিনা, তা পরীক্ষা করে দেখেন৷ ‘‘ডেকের উপর থাকা দুটি টিউব দিয়ে বাতাস ভেতরে ঢোকানো হয়৷ একটা দিয়ে গ্যাস, অন্যটা দিয়ে কণা পরিমাপ করা হয়৷ এরপর সেগুলো বিশ্লেষণ করে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও ধোঁয়ার পরিমাণ জানতে পারি আমরা৷ সবশেষে একটি প্রক্রিয়া অনুসরণ করে কার্বন মনোক্সাইড, ওজন ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়,'' জানালেন ইয়রথ৷

জাহাজ সাগর কিংবা বন্দর যেখানেই থাকুকনা কেন, যন্ত্র সবসময় তথ্য সংগ্রহ করে৷ এরপর স্যাটেলাইটের মাধ্যমে তা সদরদপ্তরে পাঠানো হয়৷ সেখানে কম্পিউটার মডেলের মাধ্যমে দূষণের পরিমাণ জানা যায়৷ আরেক গবেষক পেড্রো মিগুয়েল রোচা বলেন, ‘‘এই ব্যবস্থার কারণে হাজার হাজার মাইল দূরে থাকা জাহাজে উপস্থিত না থেকেও আমরা সহজেই তথ্য পেতে পারি৷ ফলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়৷''

সাগর থেকে পাওয়া তথ্য বিজ্ঞানীদের তথ্যের ঘাটতি দূর করে৷ এছাড়া কোনো বিষয়ে নীতি পরিবর্তন কতটা কার্যকর হচ্ছে, তা-ও বুঝতে পারেন তাঁরা৷

সাগরে বায়ু দূষণের অন্যতম বড় কারণ জাহাজ চলাচল৷ তবে অন্তত এই জাহাজে থাকা ল্যাব সাগরের বাতাস কীভাবে পরিশুদ্ধ করা যায়, সে ব্যাপারে সাহায্য করছে৷

স্টেফান গাবেল্ট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান