1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালমান এর ‘বাবা’ হতে রাজি নন সঞ্জয়!

৩১ জুলাই ২০১১

বলিউড তারকা সল্লুভাই মানে সালমান খান এর বাবার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল আরেক তারকা সঞ্জুবাবা মানে সঞ্জয় দত্তকে৷ দু’জনের মধ্য সম্পর্ক চমৎকার৷ তাই ‘বডিগার্ড’ ছবির নির্মাতা ভেবে নিয়েছিলেন হয়ত রাজি হবেন সঞ্জয়৷

https://p.dw.com/p/126yy
সঞ্জয় দত্তছবি: UNI

কিন্তু একি! মিডিয়াকে সঞ্জুবাবা'র বয়ান, আমি সালমান এর বাবার চরিত্রে অভিনয়ের মতো বুড়ো এখনো হইনি৷ আপাত এই ভদ্র মন্তব্য এখানেই শেষ হলে কোন জটিলতা ছিলনা৷ কিন্তু এই নিয়ে এক জন্মদিনের উৎসবে বিবাদে জড়ান সল্লু-সঞ্জু৷ দু'জনের এই ঝগড়া নিয়ে গরম গণমাধ্যমও৷

যাহোক, ‘বডিগার্ড' থেকে সালমানের বাবার চরিত্রটা এবার একেবারে বাদ দেওয়া হয়েছে৷ সঞ্জু ছাড়া অন্য কাউকে বাবা হওয়ার সুযোগ দিতে নারাজ সল্লুভাই৷

সালমানের খান-এর এক কাছের সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সালমান কখনোই মনে করেননি যে, বাবার চরিত্র অভিনয় করতে প্রস্তাব দেওয়া হলে অপমান বোধ করবেন সঞ্জয় দত্ত৷ কিন্তু এই প্রস্তাবের পর সঞ্জুবাবার প্রতিক্রিয়ায় আহত হন সল্লুভাই৷

শোনা যাচ্ছে, সঞ্জয়-এর আগে এই চরিত্রের জন্য বাছাই করা হয় জাকি শ্রেফকে৷ কিন্তু সালমান নিজেই পরবর্তীতে তাতে আপত্তি তোলেন এবং সঞ্জয়কে নিতে বলেন৷ আশা ছিল, দু'জনের কমিডি জমবে বেশ৷ কিন্তু তাতো হলো না৷

শেষমুহূর্তে ছবির কাহিনী সম্পাদনা করে বাবার চরিত্র বাদ দেওয়া হয়েছে৷ ‘বডিগার্ড' এর নির্মাতারা স্বীকারও করেছেন সে কথা৷ প্রযোজক আতুল আগ্নেহত্রী জানিয়েছেন, ছবিতে সালমানের বাবার কোন চরিত্র রাখা হয়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান