1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে নোবেল পেলেন সুররিয়াল কবি ট্রানশট্রোমার

৬ অক্টোবর ২০১১

অনেক অপেক্ষা থাকে এই পুরস্কারের ঘোষণার জন্য৷ সাহিত্যে নোবেল৷ এবার সুইডেনের কবি টোমাস ট্রানশট্রোমার-এর নাম ঘোষণা করল নোবেল কমিটি৷ যে কবি মগ্নচৈতন্যের৷ আবার বাস্তবতারও কবি৷

https://p.dw.com/p/12n5m
টোমাস ট্রানশট্রোমারছবি: dapd

প্রতীক, ছিন্নছবি আর মগ্নচৈতন্য৷ এই তিন তাঁর কবিতার বিষয়৷ তিনি টোমাস ট্রানশট্রোমার৷ সুইডেনের রাজধানী স্টকহোমেই জন্ম, ১৯৩১ সালের ১৫ এপ্রিল তারিখে৷ বাস করেন সেই শহরেই আজও৷ নোবেল কমিটি বৃহস্পতিবার একটু সময় বেশি নিয়েছে সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করতে৷ কিন্তু শেষ পর্যন্ত এসেছে এই কবিরই নাম, নোবেল পুরস্কারের ঘোষণায় যাঁর কাব্য প্রসঙ্গে বলা হয়েছে, এই কবি শেষ পর্যন্ত কিন্তু বাস্তবতাকে ছুঁয়ে থাকতে জানেন৷

‘আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে, স্বপ্ন নয়, সত্য নয়, শুধু এক বোধ কাজ করে / আমি তারে পারিনা এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব চিন্তা প্রার্থনার সকল সময় / শূণ্য মনে হয়, শূণ্য মনে হয়... এ পংক্তিক'টি আমাদের সুররিয়াল কবি জীবনানন্দ দাসের৷ সেই জীবনানন্দ, যিনি বাংলাভাষায় প্রথম বোধহয় বোধের জরাজটিল অরণ্যে পদচারণা করেছিলেন৷ তাঁর আগে এইভাবে মগ্নচৈতন্যকে তুলে ধরার চেষ্টা সেভাবে বাংলায় দেখা যায়নি৷

epa02681863 A picture made available on 11 April 2011 shows Swedish writer Tomas Transtroemer, in Stockholm, Sweden, 05 October 2001. Tomas Transtroemer will celebrate his 80th birthday on 15 April 2011. EPA/MAJA SUSLIN ***SWEDEN OUT*** +++(c) dpa - Bildfunk+++
১৯৯০ সালে হৃদযন্ত্রের সমস্যায় আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হন কবি ট্রানশট্রোমারছবি: picture-alliance/dpa

একথা সত্য যে, মানবমননের গভীরে যে বোধ কাজ করে, তাকে সব সময়েই ব্যাখ্যা করে গেছেন কবিরা৷ সালভাদোর দালি গত শতকের বিশের দশকে সুররিয়ালিজমের কথা প্রথম বোঝাতে পারেন৷ যাতে ভেঙে যায়, সময় আর বাস্তবতার আর জায়গার ভাবনাচিন্তা গুলি৷ মিলেমিশে যায় চেতন আমাদের অবচেতনের সঙ্গে৷

টোমাস ট্রানশট্রোমার সেই সুররিয়ালিজমেরই কবি৷ বয়স তাঁর আশি ছুঁয়েছে৷ নোবেল কমিটি আজকে নয়, বেশ কয়েক বছর ধরেই তাঁর নাম ভাবনাচিন্তা করেছে, কিন্তু তাঁকে পুরস্কৃত করাটা এই প্রথমবারই ঘটল৷ স্ক্যানিনেভিয় কবিদের মধ্যে টোমাস ট্রানশট্রোমারের নামটি গভীর শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হয়ে থাকে৷ সত্তরের দশকে প্রকাশিত এই কবির একখানা কাব্যগ্রন্থ, নাম তার ‘উইন্ডোজ অ্যান্ড স্টোনস', আজও অনেক পাঠকের কাছে মধুর স্মৃতি৷ যে কাব্যগ্রন্থে উঠে এসেছে বাল্টিক সাগরের কূলে তাঁর বহুধা ভ্রমণের অপরূপ সব অনুভব৷

বিশ্বের অন্তত ৫০টি ভাষায় অনূদিত হয়েছে টোমাস ট্রানশট্রোমারের কবিতাগ্রন্থগুলি৷ বিশেষ করে ল্যাটিন অ্যামেরিকার কবিদের ওপর তাঁর রচনার প্রভাব রীতিমত স্বীকৃত সত্য৷

১৯৯০ সালে  হৃদযন্ত্রের সমস্যায় আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হন কবি ট্রানশট্রোমার৷ বাকশক্তিও চলে যায় তাঁর৷ কিন্তু সৃজনশীলতা থেমে যায়নি৷ কবিতা লিখছেন আজও৷ ২০০৪ সালেই প্রকাশিত হয়েছে তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ, ‘দ্য গ্রেট এনিগমা'৷ অবশেষে এক অর্থে কবি তাঁর স্বীকৃতি পেলেন স্বদেশেরই বিশ্বসেরা পুরস্কারে৷ স্টকহোমেই ঘোষিত হল পুরস্কার৷ পুরস্কৃত হলেন সেই শহরের পুরোধা কবি৷ এবার তাঁর কথা আরও ভালো করে শোনার জন্য প্রস্তুতি নেবে গোটা বিশ্ব৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য