1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া প্রসঙ্গ

১৩ মার্চ ২০১২

সিরিয়া থেকে উত্তরের অপেক্ষায় রয়েছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনান৷ এদিকে মঙ্গলবার মোট ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এর মধ্যে ২২ জন সরকারি বাহিনীর সদস্য৷

https://p.dw.com/p/14Jzr
ছবি: picture-alliance/dpa

অপেক্ষা

কদিন আগে সিরিয়া সফর করেন কোফি আনান৷ সেসময় তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন৷ আজ তিনি এর উত্তর আশা করছেন৷ কোফি আনান এখন রয়েছেন তুরস্কে৷ সেখানে তিনি বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন৷ এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সিরিয়ায় কর্তৃপক্ষ কী বলেন তার অপেক্ষায় আছি আমি৷'' তবে কোফি আনান কি কি প্রস্তাব দিয়েছেন সেটা জানান নি৷ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুধু জানিয়েছে যে, অবিলম্বে সংঘাত বন্ধের প্রস্তাব দেয়া হয়েছে৷ এছাড়া সংঘাতময় এলাকায় ত্রাণ তৎপরতা চালাতে দেয়া ও রাজনৈতিক আলোচনার আহ্বান জানানো হয়েছে৷

Syrien Kämpfe in Idlib
ছবি: dapd

রাশিয়া

সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোর মতভেদ বেড়েই চলছে৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, শুধু সরকারি বাহিনীকে হামলা বন্ধ করতে বললে হবে না৷ বিদ্রোহীরাও যেন বিভিন্ন এলাকা থেকে সরে যায় সেটা নিশ্চিত করতে হবে৷ উল্লেখ্য, সিরিয়া নিয়ে সোমবার মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হলেও সেখানে সমস্যার সমাধানের কোনো পথ বের হয়নি৷

স্থলমাইন

সিরিয়ার সঙ্গে তুরস্ক ও লেবাননের সীমান্তে স্থলমাইন বসানোর কথা জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷ তারা বলছে সংঘাতের ভয়ে যেন সাধারণ সিরীয় নাগরিকরা দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় এসব মাইন বসাচ্ছে সরকারি বাহিনী৷

সবশেষ পরিস্থিতি

মঙ্গলবার সিরিয়ায় মোট ৩৪ জন মারা গেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এর মধ্যে ২২ জন সরকারি বাহিনীর সদস্য৷ জানা গেছে, ইদলিব এলাকার একটি সেনা ঘাঁটিতে হামলা করেছে সেনাবাহিনী ত্যাগ করা বিদ্রোহীরা৷ এতে কমপক্ষে ১০ সিরীয় সেনা নিহত হয়৷ এছাড়া ডেরা শহরে বিদ্রোহীদের হাতে ১২ জন আসাদ সমর্থিত সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে৷ এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ মে মাসের ৭ তারিখে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য