সিরিয়া নিয়ে সতর্কতা আনানের
৮ মার্চ ২০১২জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান আগামী শনিবার দামেস্ক যাচ্ছেন সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনায় বসতে৷ তাঁর এই সফরের উদ্দেশ্য সিরিয়ার বর্তমান পরিস্থিতির একটি সমাধান বের করা৷ তার আগে আজ তিনি সিরিয়া নিয়ে বেশ কিছু কথা বলেছেন৷ বৃহস্পতিবার কোফি আনান কায়রোতে বৈঠক করেছেন মিশরের পররাষ্ট্রৃমন্ত্রী মোহাম্মদ আমর'এর সঙ্গে৷ তার আগে তিনি সংবাদ মাধ্যমগুলোকে বলেন, ‘‘আমি মনে করি, সিরিয়ায় আরও বেশি সামরিক পদক্ষেপ নেওয়া হলে তাতে পরিস্থিতির আরও অবনতি ঘটবে৷ এই ব্যাপারে কোনো ধরণের ভুল হিসেব করা হলে তার প্রভাব পড়বে গোটা অঞ্চলের ওপর৷'' সামরিক পদক্ষেপের বিরোধীতা করে আনান আরও বলেন, ‘‘আমাদের মনে রাখতে হবে যেন রোগের চেয়ে ওষুধ বেশি খারাপ না হয়ে যায়৷ চূড়ান্ত সমাধান রাজনৈতিক পন্থার মধ্যেই রয়েছে৷'' এছাড়া জাতিসংঘে সাবেক মহাসচিব জানান, সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধে তিনি সম্ভাব্য সব চেষ্টাই করবেন৷
এদিকে আজ সিরিয়ার সরকারের উচ্চ পদস্থ এক কর্মকর্তা পদত্যাগ করলেন৷ তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদো হুসামেলদিন জানিয়েছেন যে, তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিচ্ছেন৷ ইউটিউবে দেওয়া এক বক্তব্যে হুসামেলদিন জানিয়েছেন, গত ৩৩ বছর ধরে তিনি এই সরকারের সঙ্গে কাজ করছেন৷ কিন্তু প্রশাসন যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর নয়৷ এই ক্রিমিনালদের সঙ্গে তিনি আর থাকবেন না, বলেছেন হুসামেলদিন৷ তিনি আরও জানান যে, ক্ষমতাসীন বার্থ পার্টি থেকেও তিনি সরে যাচ্ছেন এবং সিরিয়ার যেসব মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন৷ অর্থাৎ তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ারই ঘোষণা দিয়েছেন৷ উল্লেখ্য, এর আগে সেনাবাহিনীর বেশ কয়েকজন মধ্যমসারির কর্মকর্তা আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে৷ তবে বেসরকারি প্রশাসনের উচ্চ পর্যায় এমন বিদ্রোহ এই প্রথম৷ এদিকে আবদো হুসামেলদিনের এই পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছে আসাদ বিরোধীরা৷
এদিকে জাতিসংঘ জানিয়েছে, তারা সিরিয়াতে বিশেষ ত্রাণকার্যের জন্য ১০৫ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে৷ দেড় মাসে সিরিয়ার ১৫ লাখ মানুষকে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে একটি জরুরি মজুদ গড়ে তোলার ঘোষণা দিয়েছে জাতিসংঘ৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ