সিরিয়া শান্তি সম্মেলনে বাধা
২১ অক্টোবর ২০১৩সিরিয়ায় গত প্রায় ৩১ মাস ধরে সংঘর্ষ-সহিংসতা চলছে৷ মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছে ১ লাখ ১৫ হাজার মানুষ৷ সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব, আরব লিগ ও জাতিসংঘ গত বছর থেকে সিরিয়ার সরকার ও বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতিতে একটি শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা করে যাচ্ছে৷ তবে এ পর্যন্ত নানা ইস্যুতে বেশ কয়েকবার বাতিল হয়েছে সম্মেলনটি৷
সম্মেলন আদৌ হবে কিনা – তা ঠিক করতে রোববার কায়রোতে আলোচনায় বসেছিলেন আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি এবং জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি৷ এরপর সংবাদ সম্মেলনে আরাবি জানিয়েছিলেন যে, ২৩ নভেম্বর জেনেভায় এই শান্তি আলোচনার জন্য প্রস্তুতি চলছে৷
কিন্তু ব্রাহিমি এবার বললেন ভিন্ন কথা৷ বিশ্বাসযোগ্য বিরোধী দল অংশ না নিলে সম্মেলন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই বলে জানালেন তিনি৷ বললেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী একটি দল যারা সিরিয়ার সাধারণ মানুষের দাবিকে তুলে ধরবে, এমন দলের অংশগ্রহণ ছাড়া এ সম্মেলন অনুষ্ঠান হবে না৷ সম্মেলনের কোনো আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ হয়নি বলেও জানিয়েছেন তিনি৷ তবে তিনি আশা করছেন যে, নভেম্বর মাসেরই কোনো এক সময় এটি অনুষ্ঠিত হবে৷
এই বাধা দূর করতেই হয়ত মঙ্গলবার লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফ্রেন্ডস অফ সিরিয়া বৈঠকে অংশ নিচ্ছেন৷ এছাড়া, সংকট সমাধানে ব্রাহিমি খুব শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন৷ কাতার, তুরস্ক, ইরান এবং সিরিয়া সফরও করবেন তিনি৷ দামেস্কের স্থানীয় পত্রিকা আল-ওয়াতান জানিয়েছে, আগামী সপ্তাহেই সিরিয়া সফরে যাচ্ছেন ব্রাহিমি৷
আগামী বছরের জুনের মধ্যে সিরিয়ার সরকার তাদের সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে দিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ সম্মেলন আয়োজনের ব্যাপারে ব্যাপক সচেষ্ট৷
আল-ওয়াতান আরো বলেছে, সিরিয়া ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে দামেস্ক ব্রাহিমিকে স্বাগত জানাতে প্রস্তুত৷ তবে আসাদকে পদত্যাগ করার শর্ত নিয়ে তারা কোনো আলোচনাতে যাবে না বলে সাফ জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ৷ তারা এও জানিয়ে দিয়েছে যে, কোনো স্বশস্ত্র বাহিনীর সাথে তারা আলোচনায় বসতে রাজি নয়৷ অন্যদিকে, বিদ্রোহী বেশ কয়েকটি দল এরই মধ্যে জানিয়েছে যে তারা এই সম্মেলনে অংশ নিতে আগ্রহী নয়৷
এদিকে, সিরিয়ার বিরোধী দল ন্যাশনাল কোয়ালিশন আম্ব্রেলা জানিয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যে তারা আলোচনা করে ঠিক করবে যে তারা সম্মেলনে যোগ দেবে কিনা৷ অন্যদিকে, সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, ঐ দল সম্মেলনে যোগ দিলে তারা এতে অংশ নেবে না৷
ওদিকে, সিরিয়ায় অব্যাহত রয়েছে সহিংসতা৷ রোববার হামা শহরে একটি ট্রাক বোমা বিস্ফোরণে ৩২ বেসামরিক নাগরিকসহ ৪৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এর আগের দিন দামেস্কে একটি তল্লাশি চৌকির কাছে জিহাদি গ্রুপ আল-নোসরার চালানো গাড়ি বোমা হামলায় ১৬ সেনা নিহত হয়েছিল৷
এপিবি/ডিজি (এএফপি/এপি)