সিরিয়া সংকট
৯ জুলাই ২০১২আসাদের সঙ্গে আলাপ-আলোচনার পর আনান মিডিয়াকে যা বলেছেন, তা থেকে আশাই জাগতে পারে৷ আনান একটি নতুন পন্থা এবং একটি নতুন কাঠামোর কথা বলেছেন৷ দৃশ্যত আসাদ তাতে রাজি৷ এবার আনান বিদ্রোহীদের সঙ্গে কথাবার্তা বলবেন৷ ওদিকে আনান দামেস্ক থেকে তেহরান যাচ্ছেন বলে জানিয়েছে ইরানি টেলিভিশন৷ অর্থাৎ আনান সব দিক বুঝেসুঝে, সবাইকে সঙ্গে নিয়ে মাঠে নামতে চাইছেন৷ আনান'এর সুবিধাটা সম্ভবত এই যে, তাঁর শুধুমাত্র একটিই লক্ষ্য আছে, এবং সেটি হল সর্বাগ্রে রক্তপাত বন্ধ করা৷
আসাদের সঙ্গে সাক্ষাতের পর আনান রিপোর্টারদের বলেছেন, প্রেসিডেন্ট আসাদ ছ'দফা শান্তি পরিকল্পনার প্রতি সিরিয়া সরকারের সমর্থনের পুনরাবৃত্তি করেছেন৷ পরিকল্পনার বাস্তবায়ন নিয়েই সমস্যা থেকে যাচ্ছে, বলে আনান মন্তব্য করেন৷ এবং আনান যে নতুন পন্থা এবং কাঠামোর কথা বলেছেন, সেটা সম্ভবত এই বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে৷ তাঁর ভাষায়: ‘‘আমরা সহিংসতার অবসান ঘটানোর প্রয়োজনীয়তা নিয়ে, এবং তা করার পন্থা নিয়ে আলোচনা করেছি৷ পন্থা সম্পর্কে একমত হবার পর এবার আমি তা বিরোধীপক্ষকে জানাব৷''
যুক্তরাষ্ট্রের তরফ থেকে আনান'এর শান্তি পরিকল্পনা সম্পর্কে বিশেষ আস্থা প্রত্যাশা করার কোনো কারণ নেই৷ কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বিদেশি অভ্যাগতদের প্রতি মন্তব্যে বলেছেন, সিরিয়ার সর্বাগ্রে প্রয়োজন হল প্রশাসন এবং বিরোধীদের মধ্যে সংলাপ৷ বাইরে থেকে শক্তি প্রয়োগের চেয়ে এই কাজ অবশ্যই আরো বেশি কঠিন হবে, কিন্তু সমগ্র এলাকাটির স্থায়ী ভবিষ্যৎ বিকাশের জন্য ঠিক সেই ধরণের কাজেরই প্রয়োজন, বলে পুটিন মন্তব্য করেন৷
মজার কথা, এর মাত্র কয়েক ঘণ্টা আগে সিরিয়ার বিশিষ্ট বিরোধী নেতা এবং বুদ্ধিজীবী মিশেল কিলো মস্কোয় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ'এর সঙ্গে সাক্ষাত করেন৷ তাতে অন্তত এ'টুকু প্রমাণ হয় যে, রাশিয়া বিরোধীদের সঙ্গেও আলাপের প্রচেষ্টা চালাচ্ছে, তা সে আলাপে কিলো যতই অতৃপ্ত থাকুন না কেন৷ অপরদিকে অধস্তন রুশ কর্মকর্তারা নানা অবকাশে জানান দিচ্ছেন যে, রাশিয়া আপাতত সিরিয়াকে অস্ত্র বিক্রয় এবং সরবরাহ বন্ধ রাখছে - যেমন ইয়াক-১৩০ জঙ্গিজেট৷ অবশ্য তার ফলে দেশ জুড়ে সরকারি সেনাদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ, কিংবা হোমসে সরকারি সেনাবাহিনির গোলাবর্ষণ যে বন্ধ থেকেছে কিংবা থাকবে, এমন নয়৷
এসি / ডিজি (রয়টার্স, এপি, এফপি, ডিপিএ)