1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাসায়নিক হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে

৫ এপ্রিল ২০১৭

সিরিয়ার গৃহযুদ্ধে আবার রাসায়নিক অস্ত্র প্রয়োগের ঘটনা সে দেশে শান্তির প্রচেষ্টার উপর আঘাত হানলো৷ এ পরিস্থিতিতেই ব্রাসেলসে এক আন্তর্জাতিক সম্মেলনে সিরিয়ার নিপীড়িত মানুষের জন্য সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে৷

https://p.dw.com/p/2aheZ
সিরিয়া হামলা
ছবি: Reuters/F. Dervisoglu

উত্তর পশ্চিমে ইডলিব প্রদেশে মঙ্গলবার ভোরে বিমান থেকে রাসায়নিক অস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৫০ জন মানুষ নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছে৷ কিছু সূত্র অনুযায়ী মৃতের সংখ্যা একশ'রও বেশি৷ মার্কিন প্রশাসনের ধারণা, এই হামলায় ‘সারিন' নামের মারাত্মক পদার্থ ব্যবহার করা হয়েছে এবং প্রায় নিশ্চিতভাবে বলা চলে যে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে৷

সিরিয়ার সেনাবাহিনী অবশ্য এই হামলার দায় অস্বীকার করে জানিয়ে দিয়েছে যে, তারা কোনো অবস্থায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবে না৷ উল্লেখ্য, এর আগেও সরকারি বাহিনী এই ধরনের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো রুশ বিমান এই হামলায় জড়িত ছিল না৷ মস্কো আরও দাবি করেছে যে, সিরিয়ার বিমানবাহিনী এক ‘সন্ত্রাসবাদী গুদাম'-এর উপর হামলা চালালে সেখানে মজুত বিষাক্ত টক্সিক পদার্থ বেরিয়ে আসে৷

এই হামলার নিন্দা করে মার্কিন প্রশাসন ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে একযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব অনুমোদনের উদ্যোগ নিচ্ছে৷ তাতে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের ডাক দেওয়া হয়েছে৷ বুধবারই ভোটাভুটি হওয়ার কথা৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাশিয়া ও ইরানের উদ্দেশ্যে আসাদ সরকারের উপর তাদের প্রভাব খাটিয়ে ভবিষ্যতে এমন হামলার সম্ভাবনা বন্ধ করার ডাক দিয়েছেন৷

মঙ্গলবারের হামলাকে কেন্দ্র করে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও গরম হয়ে উঠেছে৷ ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামার ‘দুর্বল' সিরিয়া নীতিকে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷ অন্যদিকে সম্প্রতি ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট আসাদকে ‘বাস্তব পরিস্থিতি' হিসেবে কার্যত মেনে নেওয়ায় এই হামলা ঘটেছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার বিরোধী নেতা বাসমা কোডমানি৷

বুধবার ব্রাসেলস শহরে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে এক সম্মেলনে এই হামলার বিষয়টি প্রাধান্য পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ আপাতত সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে৷ কোনো রাজনৈতিক সমাধানসূত্র পাওয়া গেলে কীভাবে সে দেশে পুনর্গঠনের কাজ চালানো হবে, তার পরিকল্পনার খসড়া তৈরি করার উদ্যোগ চলছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য