জার্মানিতে ২১শে ফেব্রুয়ারি পালন
২২ ফেব্রুয়ারি ২০১৪গ্যোটিঙেন শহরে বসবাসরত বাঙালিদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য দেশের মানুষও অংশ নিয়েছিলেন৷ আয়োজকদের অন্যতম গবেষক ড. মো: আজিজুর রহমান বলেন, দু পর্বের অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল আলোচনা পর্ব৷ সেখানে বাংলাদেশ, জার্মানি, ভারত ও ঘানা থেকে চারজন বিশেষজ্ঞ বক্তব্য রাখেন৷ বাংলাদেশের বক্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন৷ জার্মান বিশেষজ্ঞের বক্তব্যে ইউরোপের ভাষা ও সংস্কৃতির কথা উঠে আসে৷
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সেখানে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়৷ সঙ্গে ছিল অন্যান্য দেশের নাচ-গানও৷ আজিজুর রহমান বলেন, ‘‘আসলে আমরা আয়োজনটাকে একটা আন্তর্জাতিক রূপ দিতে চেয়েছি৷ তাই গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে আমরা গত বছর থেকে অনুষ্ঠান আয়োজন শুরু করি৷''
গতবারের মতো এবারও বেশ কয়েকজন বিদেশি অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন৷ যেমন ‘সুন্দরী কমলা নাচে' গানটি গেয়েছেন একজন বাংলাদেশি শিল্পী৷ আর গানের সঙ্গে নেচেছেন জার্মানি, ভারত, গ্রিস ও ইন্দোনেশিয়ার মেয়েরা৷ এছাড়া কিবোর্ড বাজিয়েছেন একজন ইটালীয় ছেলে৷ ‘‘এই গানের সঙ্গে নাচার জন্য তাঁরা অনেকদিন ধরে অনুশীলন করেছেন,'' বলেন আজিজুর রহমান৷ ইরান, আফগানিস্তান, কলম্বিয়ার মতো দেশেরও সংস্কৃতি উপস্থাপিত হয় অনুষ্ঠানে৷
গ্যোটিঙেনে আয়োজিত হলেও আশেপাশের শহরগুলো থেকে অনেক বাংলাদেশি অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন বলে জানান তিনি৷
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি জার্মানিতে বাঙালিদের মাঝে বাংলা চর্চার বিষয়টি কী অবস্থায় আছে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, জার্মানির কয়েকটি বড় শহরে বাংলা স্কুল রয়েছে৷ সেখানে বাঙালি বাবা-মায়ের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়৷ আর যে সব শহরে এমন ব্যবস্থা নেই সেখানকার বাবা-মা ঘরেই বাচ্চাদের বাংলা শেখার প্রতি জোর দেন, বলে জানান তিনি৷
সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন