‘সুপার ব্লাড মুন'
২৮ সেপ্টেম্বর ২০১৫বিজ্ঞাপন
গতকাল হয়ে গেল একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলে ‘সুপার ব্লাড মুন'৷ মহাকাশ সংস্থা নাসার দাবি, গত ৩০ বছরে চাঁদের এমন রূপ কেউ দেখেনি৷ আর সৌন্দর্য্যের সঙ্গে সঙ্গে আকার এবং রংটাও ছিল অসাধারণ – যেমন উজ্জ্বল, তেমনই টকটকে লাল৷
তবে দুঃখের কথা, এই ‘সুপার ব্লাড মুন' দেখা গেছে শুধুমাত্র পশ্চিম এশিয়া, উত্তর অ্যামেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকে৷ তাই বেশিরভাগ বাঙালিকেই বাধ্য হয়ে ঘুমিয়ে কাটাতে হয়েছে পূর্ণিমার রাতটিতে৷
তবে চিন্তা নেই৷ পাশের ইউটিউব লিংকটায় ক্লিক করলেই দেখতে পাবেন ঐতিহাসিক সেই চাঁদকে৷
পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে শেষ ‘সুপার ব্লাড মুন' দেখা গিয়েছিল ১৯৭৬ সালে৷ আর নিজের চোখে পরেরটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো ১৮ বছর, মানে ২০৩৩ সাল পর্যন্ত৷
ডিজি/জেডএইচ